নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।
আমাদের সময়ে বেকার জীবনে " প্রফেসর' স কারেন্ট অ্যাফেয়ার্স " পড়েন নাই এই রকম বেকার খুব কমই পাওয়া যাবে। সম্ভবত পাওয়াই যাবে না।
প্রফেসর'স কারেন্ট অ্যাফেয়ার্স -এর সম্পাদক জনাব মোহাম্মদ জসিম উদ্দিন। তিনি খুবই প্রাণখোলা এক জন অত্যন্ত ভালো ও খোলা মনের মানুষ। এই ঢাকা শহরে যে ২-৪ জন মানুষকে আমার ভালো লাগে তিনি তাদের এক জন।
আজ দুপুরে আমি জানতে পারলাম, উনি অসুস্থ হয়ে চিকিৎসার জন্য বর্তমানে ভারতের কোন একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আজ নাকি তাঁর এনজিওগ্রাম করানো হচ্ছে।
জসিম ভাই হাজার হাজার বেকার যুবক-যুবতীদের চাকরি-বাকরির পরীক্ষার প্রস্তুতির বিষয়ে খুবই সহযোগিতা করেছিলেন এটা বলাই যায়। কেননা, কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে সেই সময় খুব বেশি প্রকাশনা বজারে ছিল না।
আমি জনাব মোহাম্মদ জসিম উদ্দিন- ভাই এর দ্রুত সুস্থতা কামনা করছি।
তাঁর জীবনের কিছু অসাধারণ গল্প তিনি আমাকে বলেছিলেন। সেটা অনেক অনুপ্রেরণার গল্প । কিন্তু সেই অনুপ্রেরণা থেকে আমি আসলে কোনো শিক্ষাই গ্রহণ করতে পারিনি।
আফসোস!
২৮ শে জানুয়ারি, ২০২৪ রাত ১০:০৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
উনার একটা মোবাইল ফোন নাম্বার আমার কাছে ছিল ।
যেটা উনি নিজে ব্যবহার করেন।
কিন্তু সেই মোবাইল নাম্বারটা আমি হারিয়ে ফেলেছিলাম বিদেশে থাকার সময় ।
অন্য একটা নাম্বার যেটা আমার কাছে ছিল সেটাতে অনেকবার চেষ্টা করেছি।
কেউ ধরছিল না ।
পরে আজকে দুপুরবেলা একজন ধরলো এবং বলল যে উনার সাথে কথা বলা সম্ভব না ।
আজকে উনার এনজিওগ্রাম হবে।
উনার প্রকাশনাটি খুবই ভালো অবস্থায় আছে।
নতুন একটি প্রকাশনা প্রতিষ্ঠা করেছেন যেটার নাম "কথা প্রকাশ"।
বইমেলায় তাদের বিশাল প্যাভিলিয়ন বানানো হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে।
২| ২৮ শে জানুয়ারি, ২০২৪ রাত ৯:০৩
সোনাগাজী বলেছেন:
কোনটা সঠিক, প্রসেস কারেন্ট এ্যাপেয়ার্স, নাকি প্রফেসর কারেন্ট এ্যাপেয়ার্স?
২৮ শে জানুয়ারি, ২০২৪ রাত ১১:৫৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
এখানে উল্লেখিত কোনটাই সঠিক নয় ।
পোস্টে যেটা বলা হয়েছে সেটাই সঠিক।
৩| ২৮ শে জানুয়ারি, ২০২৪ রাত ৯:১০
নয়ন বড়ুয়া বলেছেন: সুস্থতা কামনা করছি...
২৮ শে জানুয়ারি, ২০২৪ রাত ১১:৫৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আমি উনার সাথে কথা বলার জন্য খুবই উদগ্রীব হয়ে আছি ।
আশা আছে উনি সুস্থ হয়ে ফিরে আসলে বই মেলাতে দেখা হবে।
৪| ২৮ শে জানুয়ারি, ২০২৪ রাত ১০:৪০
কামাল১৮ বলেছেন: এটা এমন কঠিন কিছু না।এনজিওগ্রাম হবার পর জানা জাবে ওনার হার্টের সর্বশেষ অবস্থা।তার পর চিকিৎসক ঠিক করবেন কি করতে হবে।
আমার এনজিওগ্রাম হয় ২০০০সালে, পরে বাইপাস সার্জারি।এখনো চার পাঁচ বছর পর পর এনজিওগ্রাম করাই।সর্শেষ অবস্থাটা জানি।
২৮ শে জানুয়ারি, ২০২৪ রাত ১১:৫৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আমার এনজিওগ্রাম করা হয়েছিল ২০১৮ সালে।
পরে দেখেছি সেখানেও কমার্স জড়িত ছিল ।
এনজিওগ্রাম এর রিপোর্ট দেখা গেছে, আমার হার্ট খুবই পরিষ্কার।
এখনো অনেক ভালো আছে।
ফাও এর উপরে তারা একটা এনজিওগ্রাম করে কিছু টাকা বিল নিয়ে নিয়েছে।
আফসোস।
৫| ২৯ শে জানুয়ারি, ২০২৪ রাত ১২:০২
মোহাম্মদ গোফরান বলেছেন: কারেন্ট অ্যাফেয়ার্স কি এখন বের হয়? অনেক দিন চোখে পড়েনা। উনার সুস্থতা কামনা করি।
২৯ শে জানুয়ারি, ২০২৪ রাত ১২:২৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
হ্যাঁ এখনো নিয়মিত প্রফেসর'স কারেন্ট অ্যাফেয়ার্স পত্রিকাটি প্রকাশিত হয় ।
আলোচ্য পোস্টে ডিসেম্বর ২০২৩ সংখ্যাটির প্রচ্ছদ দেয়া হয়েছে।
এই প্রকাশকের আরেকটি প্রতিষ্ঠানের নাম হচ্ছে- কথা প্রকাশ ।
প্রতিবছর বই মেলাতে উনাদের সুন্দর ও আকর্ষণীয় একটি প্যাভিলিয়ন থাকে।
চলতি বই মেলাতে সোহরাওয়ার্দী উদ্যানে থাকবে প্যাভিলিয়ন নাম্বার ২১।
অনেক বছর পর এবার যাব আশা করছি।
৬| ২৯ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১১:২৩
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: উনার সুস্থতা কামনা করছি।
২৯ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৩০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
ভালো থাকুন সব সময়।
৭| ২৯ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৫৪
নূর আলম হিরণ বলেছেন: কারেন্ট অ্যাফেয়ার্স অনেকেরই অনেক উপকারে এসেছে। এ ধরনের সংকলন আমাদের বেকারদের জন্য ভালো কাজে দিয়েছে। উনার সুস্থতা কামনা করছি।
২৯ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৩৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
উনি আমার খুব প্রিয় একজন মানুষ।
কোন এক অজানা কারণে উনি আমাকে খুবই পছন্দ করেন।
আফসোস!
৮| ২৯ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:২৩
বিজন রয় বলেছেন: আমি অবশ্য ওটা কখনো পড়িনি।
তার সুস্থতা কামনা করি।
২৯ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৫৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আপনি মনে হয় কখনো বেকার ছিলেন না!
আপনাকে অনেক অনেক ধন্যবাদ ।
ভালো থাকবেন
৯| ২৯ শে জানুয়ারি, ২০২৪ রাত ১০:৩৩
রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: আমি ক্লাস সেভেন থেকে ভার্সিটি ১ম বর্ষ পর্যন্ত সব সংখ্যা কিনেছিলাম, পড়েছিলাম কারেন্ট অ্যাফেয়ার্সের। ভালো লাগত পড়তে, অনেক কিছু জানতে পারতাম।
কথা প্রকাশ যে কারেন্ট অ্যাফেয়ার্সের আমার বিষয়টা জানা ছিলো না।
ওনার সুস্থতা কামনা করি।
২৯ শে জানুয়ারি, ২০২৪ রাত ১১:১১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আপনার মন্তব্য পড়ে খুবই ভালো লাগলো।
ভালো থাকবেন সব সময়।
ধন্যবাদ জানবেন।
১০| ৩০ শে জানুয়ারি, ২০২৪ রাত ৮:৪৪
রাজীব নুর বলেছেন: জ্ঞানী লোকদের সাথে আপনার পরিচয় থাকে। এটা ভালো। আমি সব সময় জ্ঞানী মানুষদের আশে পাশে থাকতে চেয়েছিলাম। কিন্তু সেটা হলো না।
৩১ শে জানুয়ারি, ২০২৪ রাত ১০:৫৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আমি নিজে একজন বোকা মানুষ।
এ কারণে জ্ঞানী মানুষদেরকে আমার ভালো লাগে।
তাদের প্রতিটা কথাই আমার কাছে অমৃত সমান।
©somewhere in net ltd.
১| ২৮ শে জানুয়ারি, ২০২৪ রাত ৯:০১
সোনাগাজী বলেছেন:
কি ধরণের অসুস্হতা? বর্তমানে ঐ প্রকাশনা আছে?