নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।
স্বাধীনতার ৫৩ বছর শুরু হতে চলেছে। অনেক আনন্দের একটি ব্যাপার । কিন্তু বাংলাদেশের কম পক্ষে আড়াই কোটি লোক জানেই না যে, ২৬শে মার্চ স্বাধীনতা দিবস নামে আমাদের একটি দিবস আছে। ২১ শে ফেব্রুয়ারি শহীদ দিবস নামে নামে আমাদের গৌরবের একটি দিবস আছে। প্রতি দিন প্রতিরাতে নুন আনতে যাদের যাদের পান্তা ফুরায় তাদের আবার দিবস!
স্বাধীনতার ৫৩ বছরে আর যা কিছু না হোক দেশে নেতা বেড়েছে। ব্যবসায়ী বেড়েছে । আর বেড়েছে মাস্তানী।
কাম-কাজ না করেও প্রচুর ইনকাম করার মহান উদ্দেশ্য নিয়েই মাস্তার শ্রেণীর উৎপত্তি। আমাদের গর্বিত মাস্তানদের রয়েছে নিজস্ব বাহিনী। তাদের আবার রয়েছে সুন্দর সুন্দর নাম। যেমন ঠোট-কাটা মখলেছ, কান-কাটা আবুল, নাক কাটা মফিজ ইত্যাদি। মজার ব্যাপার হচ্ছে এদের আবার নাম ধরে ডাকা যাবে না। বলতে হবে,‘বড় ভাই’।
বড় ভাইয়ের থাকে বড় বড় উসকু-খুসকু চুলের বাহার। হাতে কয়েকটা আংটা। পকেটে বিদেশী মাল! তাকে দেখলেই সালাম দিতে হবে। নইলে খবর আছে! সমাজের মুরুব্বি হলেন তারা।
জমিজমা বেঁচে একটা ঘর তুলবেন। বড় ভাইকে টাকা দিতে হবে। নইলে ঘর তোলার সাধ চিরতরে মিটিয়ে দেবে। সব বেচে টেচে বাজারে ব্যবসার জন্য দোকান করবেন? বড় ভাইতে ভ্যাট দেবেন না তা কি হয়? পথের ফুটপাথ বন্ধ করে দিব্যি দোকান দিয়ে ব্যবসা করবেন! সেটাও সম্ভব । জনগণের রাস্তার মূল মালিকানাই যেন তাদের। আফসোস।
নির্বাচন এলে নেতারা/প্রার্থীরা এসে বড় ভাইয়ের পায়ে পড়েন। বড় ভাইয়ের সমর্থন না হলে নির্বাচনে জেতা এতো সোজা নয়। বড় ভাইয়েরা নেতাদের শক্তি। তারাই ভোট ব্যাংক। তাদের দোয়া ছাড়া চলবে না।
এই সব বড় ভাইয়ের বাবা-মা রা আছেন মহাসুখে। তাদের গুণধর পোলার কারণে তারা পথে ঘাটে হাজার কোটি সালাম পান। একটি শান্ত-শিষ্ট সুবোধ ছেলের বাপ হওয়ার চেয়ে একটি মাস্তান পোলার বাপ হওয়া কতইনা ভাগ্যের কথা!
বাংলার পল্লী বন্ধু ও সাবেক স্বৈর শাসক লেঃ জেঃ হোঃ মোঃ এরশাদ বাংলাদেশে ৮ টি প্রদেশ করার কথা ঘোষণা দিয়েছেন। বড়ই পুরাতন ঘোষণা ! সম্প্রতি তাদের নির্বাচনী ইশতেহারেও মহান নেতার স্বপ্নের পুনঃপ্রকাশ ঘটেছে। বাংলাদেশের মাস্তান সম্প্রদায় অনেক আগেই দেশকে অনেকগুলো প্রদেশে ভাগ করে রেখেছে। একেক প্রদেশের মাস্তান আরেক প্রদেশে গিয়ে মাস্তানী করতে পারে না। ভিসা নিয়ে গেলেও না! ঢাকা শহরের রয়েছে অনেক গুলো প্রদেশ। গুলিস্তান প্রদেশের মাস্তান ফার্মগেট প্রদেশে গিয়ে মাতবরি ফলাতে পারেনা। আইন বড় কঠিন! এই আইন না মানলে বিরাট সমেস্যা!
আপনি কি জানেন যে, বাংলাদেশ থেকে কখনোই মাস্তানী দূর হবে না!
কারণ তাদের শিকড় অনেক গভীরে। আমরা চাইলেই শেকড় তুলতে পারবো না। কেউ কি জানেন যে, এই শিকড় কত গভীর??? যত দিন বাংলাদেশ আছে তত দিন মাস্তান থাকবে,থাকবে মাস্তানী।
আমি যদি গলা ফাটিয়ে বলি: দুর হ’ মাস্তানী ..।
তাহলে আমি নিজেই পৃথিবী থেকে দূর হয়ে যাব।
বড়ই আফসোস!
০৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:২১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
তুমি অধম তাই বলিয়া আমি উত্তম না হইব কেন!?
কথাটি বলিয়াছেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:৩০
সোনাগাজী বলেছেন:
'বড় ভাই' ইত্যাদি হচ্ছে মাফিয়া
০৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:১৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
এরা প্রতিটি এলাকায় প্রতিটি পাড়ায় এবং প্রতিটি মহল্লায় গড়ে উঠেছে।
এদের প্রভাব খুবই ব্যাপক।
৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:২০
রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: এ সমস্যার গোড়া আসলেই অনেক গভীরে, ছেলেবেলা থেকেই এই মাস্তান, চাঁদাবাজদের দেখে আসছি। ক্ষমতার বাজে প্রভাব খাটানো খুব স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে এ দেশে।
০৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:১৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
খুব সুন্দর আর ভালো একটা দেশ।
এই দেশটাকে আরো ভালো এবং আরো সুন্দর করতে হলে মাস্তানি দূর করতেই হবে।
এর কোন বিকল্প নেই।
সবাই মিলে এটাকে করতে হবে ।
সবাইকেই অংশগ্রহণ করতে হবে।
৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:২৮
জ্যাক স্মিথ বলেছেন: এই দেশ হচ্ছে ক্রিমিন্যালদের আখড়া, আর তাই এখান থেকে মাস্তানি কখনোই পুরোপুরি নির্মূল হবে না।
০৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:১৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আশা করতে দোষ কি !?
মানুষ তো আশা নিয়েই বাঁচে।
স্বপ্ন নিয়ে বাঁচে।
৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:৫২
রাজীব নুর বলেছেন: ছাত্রলীগের উপরে বাংলাদেশে আর কোনো মাস্তান নাই।
এলাকার অলি গলিতে যারা মাস্তানী করছে তাদের বড় ভাই হচ্ছে ছাত্রলীগ।
০৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:১৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বলেন কি!
ছাত্রীলীগ নাই?!
৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:১২
নয়ন বড়ুয়া বলেছেন: বড়ই আফসোস...
০৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:১৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বড়ই আচানক ঘটনা!
৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ ভোর ৫:০৭
আলামিন১০৪ বলেছেন: আফসোস
০৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৭:২৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বড়ই আচানক ঘটনা।
৮| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৯:২০
রাজীব নুর বলেছেন: পুরো পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মাস্তান হচ্ছে ঈশ্বর।
০৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:৫৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ঈশ্বর থাকেন ওই ভদ্র পল্লীতে ।
আজেবাজে জায়গায় তাহাকে খুঁজিয়া পাওয়া যাইবে না।
৯| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:৪৯
নিবারণ বলেছেন: গতকালের লেখা গুলার মধ্যে আপনার এই লেখা ভালা লাগছে।
আমার পোস্ট
০৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:০০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
নিজের প্রশংসা শুনতে স্বয়ং ঈশ্বর ও আনন্দবোধ করেন ।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আপনার প্রশংসা বাক্য শুনে খুবই প্রীতবোধ করছি ।
ভালো থাকবেন সব সময়।
©somewhere in net ltd.
১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:১৯
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: এই যে আমরা যারা সাফারার, সুযোগ পেলে আমরা মাস্তানি করব না; এর নিশ্চয়তা কী? সুযোগ পেলে সবাই মাস্তান।