নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।
বাংলাদেশের অনেক বিখ্যাত ও জনপ্রিয় এক জন লেখক বলেছেন কাউকে ভালোবাসি বলাটা নাকি খুবই হাস্যকর একটি ব্যাপার।
তিনি তার একটি গ্রন্থের ভূমিকায় এই কথাটি উল্লেখ করেছেন । তিনি বলেছেন-একটা ছেলে একটা মেয়েকে বলছে -"আমি তোমাকে ভালোবাসি" এটা আমার কাছে হাস্যকর মনে হয়।
একটি ছেলে একটি মেয়েকে কিংবা একটি মেয়ে একটি ছেলেকে - "আমি তোমাকে ভালোবাসি " কথাটি বলতেই পারে ।
কিন্তু কথাটি হাস্যকর মনে হবে কেন?!
প্রকৃতির অসাধারণ নিয়মে একটি ছেলে কিংবা একটি মেয়ে পরস্পরের প্রতি টান অনুভব করে ।্হৃদয় থেকে । সেই ক্ষেত্রে তারা হৃদয়ের কথাটি বলিতে ব্যাকুল হইয়া থাকে এবং এই অভিবক্তির প্রকাশ করার জন্যই তারা কথাটি বলে থাকে । কিন্তু আমার কাছে কথাটি কখনোই হাস্যকর মনে হয়নি বরং আমার কাছে মনে হয়েছে পৃথিবীর অত্যন্ত সুন্দর কথাগুলোর একটি এবং এই কথাগুলো বলতে তাদের আসলেই কোন দ্বিধা থাকা উচিত নয়। তাদের উচিত পরস্পরকে কথাটি চিৎকার করে বলা-" আমি তোমাকে ভালোবাসি"।
আজ বিশ্ব ভালোবাসা দিবস। ভালোবাসা বেঁচে থাকুক চিরকাল।
১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:১৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
তিনি ব্লগার নন।
অনেক বিখ্যাত এক জন লেখক।
তার বই পড়েনি এমন মানুষ বাংলাদেশে বিরল।
ঢাকারিএ বছরের বই মেলায়ও তার বই বেস্ট সেলার হবে বলে মনে হয়।
২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৭:৩৫
রূপক বিধৌত সাধু বলেছেন: ঠিক হাস্যকর নয়। তবে আমি সঙ্কোচে কখনও কাউকে 'আমি তোমাকে ভালোবাসি' বলতে পারিনি। আমাকে অবশ্য কয়েকজন বলেছে।
১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:১৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বলেন কি!
বড়ই আচানক ঘটনা তো।
তবে একজন থাকায় বৈধ।
ভালোবাসা ভাগ করা যায় না।
দু’জনে মিলে গুণ করা যায়।
৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৮:২০
আলামিন১০৪ বলেছেন: সাধু তো বিরাট ভাগ্যবান!!! তিন- তিন জন! আমারে একটা ট্রান্সফার করেন
১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:১৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ট্রান্সফার করবে কি করে!
এটা কি হাত বদলের জিনিস!
ভালোবাসা ভাগ করা যায় না।
দু’জনে মিলে গুণ করা যায়।
কেবলই বাড়তে থাকবে।
কমবে না।
৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:১৪
রোকসানা লেইস বলেছেন: ভালোবাসি কথাটা দিয়েই সংযোগ হয় রক্ত সম্পর্ক ছাড়া কারো সাথে সম্পর্ক।
সেটা না বলে লুকিয়ে রাখা না বলে বুঝিয়ে দেয়ার মধ্যে এক ধরনের অহমিকা কাজ করে।
এই মানসিকতায় হাস্যকর মনে হতে পারে, কারো কাছে।
আমিও আপনার মতন বলতেই ভালোবাসি।
১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:১৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আমিও বলে দেয়ারই পক্ষে।
পেটের মধ্যে কথা আটকে রেখে দম ফেটে মরতে আমি রাজি নই।
আপনাকে ভ্যালেন্টাইন’স শুভেচ্ছা।
ভালো থাকুন।
৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:২৯
কামাল১৮ বলেছেন: না বললেও প্রকাশ পেয়ে যায়।
১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:০৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
তাতো প্রকাশ পাবেই।
কিন্তু কেউ যদি মুখে ও বলে সেটাই বা হাস্যকর হবে কেন?
এখানে হাস্যকর তো কিছু দেখি না।
৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:৫৭
নয়ন বড়ুয়া বলেছেন: সেই লেখক মনে হয় কাউকে প্রপোজ করে সাড়া পায়নি, তাই এমন কথা ছড়িয়ে ছিটিয়ে বেড়াচ্ছে....
১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:২৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আমার তা মনে হয়নি।
তিনি এক জন্য অত্যন্ত ভাগ্যবান লেখক।
৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:২৩
রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: লেখকের নাম কী? ব্লগে না থাকলে নাম বলতে পারেন। ব্লগে থাকলে বলার দরকার নেই।
১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:৪৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:৫৮
ইফতেখার ভূইয়া বলেছেন: লেখকের কাছে "হাস্যকর" মনে হওয়ার মতো তার দৃষ্টিকোণ থেকে যুক্তিসঙ্গত কারণ থাকতেও পারে, সেটা না জেনে ঢালাও মন্তব্য করা সমীচীন মনে করি না। বরং সেটাই আরো বেশী হাস্যকর বলে আমার মনে হয়। ব্লগে আমরা সবাই প্রাপ্তবয়স্ক বলে মনে করি, যদিও ব্যতিক্রম থাকাও অসম্ভব নয়। ধন্যবাদ।
১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:১০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
৯| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:৩৬
রাজীব নুর বলেছেন: আপনি কি হুমায়ূন আহমেদের কথা বলছেন?
১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:০৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
জানি না।
©somewhere in net ltd.
১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৭:১৭
সোনাগাজী বলেছেন:
সেই লেখকের ভাবনায় সমস্যা আছে। ব্লগার নন তো?