নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।
ফরাসী ভাষা শুনলে মনে হবে অনেক কঠিন। কিন্তু এই ভাষার সামান্য গভীরে প্রবেশ করতে পারলে দেখা যাবে যে এটা আসলে খুব বেশী কঠিন কোন ভাষা নয়। বরং অনেক মজার একটি ভাষা।
আমাদের দেশের যেসব মানুষ ফ্রান্স, সুইজারল্যান্ড, বেলজিয়াম ইত্যাদি দেশে বসবাস করছেন তারা তো খুবই ভালো ফরাসী ভাষা বলতে পারেন।
অন্য অনেক ভাষার মতো ফরাসী ভাষার সংখ্যা শেখাটা আসলেই খুব একটি মজার ব্যাপার।
প্রতিটি ভাষায় সংখ্যা একটি অনন্য ও আলাদা বৈশিষ্ট্যমণ্ডিত দিক। কোন একটি ভাষা শিখতে গেলে সেই ভাষার সংখ্যাগুলো শেখাও জরুরী হয়ে পড়ে।
কোন একটি ভাষার সংখ্যা শিখতে গেলে সর্বপ্রথম শিখতে হবে 0 থেকে 9 পর্যন্ত অংকগুলো।
0 থেকে 9 পর্যন্ত অংকগুলো শেখা হয়ে গেলে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা শেখা হয়ে গেল। এরপর প্রায় প্রতিটি ভাষাতেই 11 থেকে 20 পর্যন্ত রয়েছে একটু ঝামেলা।
ঝামেলাটা ভাষা ভেদে ভিন্ন রকম হয়ে থাকে । আমাদের বাংলা ভাষায় এইটা একটু বেশি ঝামেলাপূর্ণ মনে হয় । আমার নিজের অভিজ্ঞতায় দেখেছি মালয়েশিয়ানদের মালয় ভাষায় এই ঝামেলাটা একটু কম। ইংরেজি ভাষায় ঝামেলাটা খুব বেশি নয়। ফরাসি ভাষায় ঝামেলাটা মোটামুটি মানের।
ফরাসি ভাষা যেহেতু রোমান্স ভাষা । একারণে ভাষাটি ল্যাটিন বর্ণমালায় লিখিত হয়।
এবার আসুন ফরাসি ভাষায় 1 থেকে 9 পর্যন্ত অংকগুলো লক্ষ্য করি।
0= zéro
1=un
2=deux
3=trois
4=quatre
5=cinq
6=six
7=sept
8=huit
9=neuf
10=dix
11=onze
12=douze
13= treize
14= quatorze
15= quinze
16= seize
17=dix-sept
18= dix-huit
19=dix-neuf
20= vingt
21=vingt et un
22=vingt-deux
23=vingt-trois
এভাবে 30 পর্যন্ত গণনা করে যাওয়া যাবে। ত্রিশের পর আবার একইভাবে 40 , 50 ও
60 পর্যন্ত যাওয়া যাবে। তার মানে কেবল শিখতে হবে দশকের সংখ্যাটি।
অর্থাৎ
10= dix
20= vingt
30= trente
40= quarante
50= cinquante
60= soixante
70= আলাদা কোন শব্দ নেই।
80= আলাদা কোন শব্দ নেই।
90= আলাদা কোন শব্দ নেই।
ফরাসি ভাষার শব্দ 70, 80 ও 90 এর জন্য আলাদা কোনো শব্দ নেই।
ষাট এর পরবর্তী সংখ্যা গণনা করার জন্য ষাটের সাথে 1, 2,3,4 এভাবে 19 পর্যন্ত গণনা করতে হয়। গণনা করে যখন 80 আসবে সেখানে বলতে হবে চার কুড়ি। এরপর চার কুড়ি এক, চার কুড়ি দুই এভাবে 99 পর্যন্ত গণনা করতে হবে।
এর পর আসবে 100=Cent.
এভাবেই ফরাসি ভাষায় 1 থেকে 100 পর্যন্ত গণনা করা হয় । তবে শব্দগুলির উচ্চারণ একটু কঠিন মনে হতে পারে।
যারা আগ্রহ করেই এই পোস্টটি পড়লেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ।
০৫ ই মার্চ, ২০২৪ বিকাল ৩:৪৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
পরিচিত এক জন আছেন।
তবে আমার পরিচিত কিনা বুঝতে পারছি না।
আমি নিজেই তো ফরাসী ভাষার ছোটখাট জাহাজ।
মাঝে মাঝে মনে হয় আলিয়াঁস-এ গিয়ে ক্লাস নিই।
২| ০৫ ই মার্চ, ২০২৪ দুপুর ১:৩১
এম ডি মুসা বলেছেন: বিদেশ ভ্রমনে সব ভাষার দক্ষতা করা উচিত। আমি দুবাই গিয়েছি। সেখানে শ্রমিক ইংরেজি বুঝে না। আমি বোকা মত ছিলাম। হিন্দি বুঝে ওরা আর বাঙালি ও হিন্দি কয়। আরবি ও বুঝে
০৫ ই মার্চ, ২০২৪ বিকাল ৪:০৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
মালয়েশিয়াতে দেখেছি বাংলাদেশের মানুষজন অবলীলায় ক্রমাগত মালয় ভাষায় কথা বলে।
বাংলাদেশের মানুষ খুব দ্রুত শিখতে পারে।
এটা আমাদের দেশের মানুষের খুব বড় একটা গুণ।
৩| ০৫ ই মার্চ, ২০২৪ দুপুর ১:৩৭
নতুন বলেছেন: দুবাইতে অনেক লোকালরাও ভালো হিন্দি বলতে পারে।
ভারতীয়রা সকল ব্যবসা/চাকুরীর বাজারে প্রভাব বিস্তার করে আছে। তাই হিন্দি খুবই প্রচলিত।
অনেক সাধারন শ্রমিকরেরা যারা পাকি,ভারতীয়,নেপালী, বাংলাদেশী, হিন্দিতে যোগাযোগ করে।
০৫ ই মার্চ, ২০২৪ বিকাল ৪:০৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
হিন্দী সিনেমরা কারণে অনেক মানুষ হিন্দী বলতে পারে।
এটা খারাপ না।
ভারতের অনেক মানুষ আমার সাথে হিন্দীতে কথা বলতে চাইলে আমি ইংরেজিতে বলতাম।
তারা দেখাতে চায় তাদের ভাষার অনেক ওজন।
যেন আমাদেরকে বুঝতেই হবে।
৪| ০৫ ই মার্চ, ২০২৪ বিকাল ৪:১১
নতুন বলেছেন: আমার ডানাকে শুরু থেকে শেখানোর জন্য কাউকে খুজতেছি।
ভারতীয় কয়েকজনের ফোন নাম্বার পেয়েছি।
দেশী যদি কেউ সপ্তাহে ২/৩ দিন করে সময় দিতে পারে তবে খুবই ভালো হবে।
ক্লাস ৪ এ উঠবে ডানা আগামী মাসে...
০৫ ই মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:৪৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আপনার বাসার আশেপাশে খুঁজলেই কাউকে পেয়ে যাবেন ।
আর যদি আপনার বাসা ধানমন্ডির আশেপাশে হয় সেক্ষেত্রে আলিয়স এ ভর্তি করাটাই সঠিক হবে।
৫| ০৫ ই মার্চ, ২০২৪ বিকাল ৪:১৭
নতুন বলেছেন: ভারতের অনেক মানুষ আমার সাথে হিন্দীতে কথা বলতে চাইলে আমি ইংরেজিতে বলতাম।
তারা দেখাতে চায় তাদের ভাষার অনেক ওজন।
যেন আমাদেরকে বুঝতেই হবে।
অনেকে সরাসরি হিন্দি বলা শুরু করে তখন আমি ইংরেজীতেই কথা বলি। যদি তারা ইংরেজী না বোঝে তবে হিন্দি ব্যবহার করি।
০৫ ই মার্চ, ২০২৪ রাত ১০:৪৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সঠিক কাজ ।
এরকমটাই করা উচিত।
৬| ০৫ ই মার্চ, ২০২৪ বিকাল ৪:৩১
মোগল সম্রাট বলেছেন:
আমি মান্দারিন ভাষা শিখতে চাই। কিন্তু সময় বাইর করতে পারিনা।
০৫ ই মার্চ, ২০২৪ রাত ১০:৪৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আমার কাছে জগতের সব চেয়ে কঠিন ভাষা মনে হয় মান্দারিনকে।
তারপরও চেষ্টা থাকলে শেখা সম্ভব।
কঠিন কিছু মনে হবে না।
৭| ০৫ ই মার্চ, ২০২৪ বিকাল ৫:১৮
রাজীব নুর বলেছেন: আলিয়াস ফ্রসেজ এ আমার কন্যা ফরাসী ভাষা শিখছে।
০৫ ই মার্চ, ২০২৪ রাত ১০:৪৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আপনার বাসা থেকে যাতায়াত করে কিভাবে?
বাসা তো অনেক দূর।
৮| ০৫ ই মার্চ, ২০২৪ বিকাল ৫:২৪
সোনাগাজী বলেছেন:
সংখ্যাগুলোর পাশে উচ্চারণ দিলে ভালো হতো
০৫ ই মার্চ, ২০২৪ রাত ১০:৪৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ফরাসি শব্দগুলোর বাংলা উচ্চারণ লেখা আসলেই অনেক কঠিন।
অনেক ধরনের যুক্তবর্ণ লাগে, চন্দ্রবিন্দু লাগে ।
খুবই ঝামেলা মনে হয়।
৯| ০৬ ই মার্চ, ২০২৪ দুপুর ১২:০৮
নতুন বলেছেন: আমি ডানা কে সপ্তাহে ২-৩ দিন অনলাইনে ফেন্স সেখানোর জন্য একজনকে খুঁজছি।
০৬ ই মার্চ, ২০২৪ বিকাল ৩:২২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
alliance francaise - এ যোগাযোগ করতে পারেন।
বাংলাদেশে তারাই সেরা।
১০| ০৬ ই মার্চ, ২০২৪ বিকাল ৪:৩২
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
আপনার বাসা থেকে যাতায়াত করে কিভাবে?
বাসা তো অনেক দূর।
আমাদের গাড়ি আছে।
০৬ ই মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:৪০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আপনি বড়লোক মানুষ।
আমার মনে থাকে না।
আফসোস।
১১| ১০ ই মার্চ, ২০২৪ সকাল ১১:৫৫
নতুন বলেছেন: ভাই আমরা দেশের বাইরে থাকি। ডানার জন্য একদম শুরু থেকে ফ্রেন্চ শেখাতে পারে এমন একজন টিউটর খুজছি আমি।
অনলাইনে সপ্তাহে ২-৩ টা ক্লাস নিতে পারে এমন যদি কেউ থাকে একটু জানাবেন।
ডানা আগামি মাসে ক্লাস ৪ এ উঠবে।
©somewhere in net ltd.
১| ০৫ ই মার্চ, ২০২৪ দুপুর ১:২৬
নতুন বলেছেন: ২০০৬ এ স্কুলে ফ্রেন্স শিখেছিলাম এবং সি গ্রেড পেয়েছিলাম। এখন পুরাই ভুলে গেছি।
এখন ডানার স্কুলের জন্য ফ্রেন্স শেখাতে হবে কিন্তু ভালো টিউটর পাচ্ছিনা।
আপনার কেউ পরিচিত আছে যে অনলাইনে ক্লাস নিতে পারে?