নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।
সাহসী মানুষ একজনই যথেষ্ট এবং সেই সাহসী মানুষটি যদি প্রচন্ড চাপ ও বাঁধার মুখে দাঁড়িয়ে বলতে পারেনঃ
সাত কোটি মানুষকে দাবায়ে রাখতে পারবা না!
এবং সর্বশেষ উচ্চারণটি যদি হয়-
‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম।’
তাহলে সেটা একটা ইতিহাস হয়ে যায় । যে ইতিহাস সৃষ্টি হয়েছিল ১৯৭১ সালের ৭ই মার্চে।
আজ সেই ঐতিহাসিক ৭ই মার্চ।
০৭ ই মার্চ, ২০২৪ ভোর ৫:২১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
মানুষকে জাগিয়ে দিতে পেরেছিলেন সেটাই বা কম কিসে!?
২| ০৭ ই মার্চ, ২০২৪ সকাল ৭:৫৯
সোনাগাজী বলেছেন:
লেখক বলেছেন, মানুষকে জাগিয়ে দিতে পেরেছিলেন সেটাই বা কম কিসে!?
-উনার ডাকে যারা সাড়া দিয়েছিলেন, যারা উনার ভাষণ শুনেছেন, যারা দেশকে মুক্ত করেছিলেন; তিনি তাদের জন্য দরকারী কিছুই করেননি।
০৭ ই মার্চ, ২০২৪ সকাল ৯:২৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
দায়িত্ব তো উনার একার ছিল না।
সবা্রই দায়িত্ব ছিল।
কে কি করেছে?
এছাড়া উনাকে তো সুযোগই দেয়া হয়নি।
সপরিবারে মেরে ফেলা হয়েছিল।
এটা কি কোন ভালো কাজ ছিল?
৩| ০৭ ই মার্চ, ২০২৪ সকাল ৯:২৪
ধুলো মেঘ বলেছেন: সাহসী বা বুদ্ধিমান যাই বলুন না কেন, উনি যদি আজকের যুগে জন্ম নিতেন - নিশ্চিত যে সারা জীবন জেলে থাকতেন। তার সহযোগীরা সব তথ্যপ্রযুক্তি আইনে মামলা খেয়ে যেতেন। সেই তুলনায় বলা চলে তার সময়ের সরকার অনেক সহনশীল ছিল।
কে জানে হয়তোবা বালুর ট্রাকের কল্যাণে ৭ই মার্চ বলে কোনকিছু আমাদের ইতিহাসেই থাকতো না।
০৭ ই মার্চ, ২০২৪ সকাল ৯:২৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সময়েরও একটা আবেদন থাকে।
এখন সময় বদলেছে।
এখন যদি পাকিস্তান থাকতো তাহলে আমরা অত সহজে উজ্জীবিত হতাম না।
বেশীর ভাগই হতাম রাজাকার।
৪| ০৭ ই মার্চ, ২০২৪ সকাল ৯:৩২
এম ডি মুসা বলেছেন: জয় বাংলা , এই মানুষটাকে ২০২৪সালে ও মিস করি। তাকে দরকার আবার।
০৭ ই মার্চ, ২০২৪ সকাল ৯:৪৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বাংলাদেশের মানুষর কপাল যে তাদের এমন এক জন নেতা ছিলেন।
এমন নেতা আর কখনো হবে না।
৫| ০৭ ই মার্চ, ২০২৪ সকাল ৯:৪৩
এম ডি মুসা বলেছেন: ভাই শেখ মুজিব কে যারা খারাপ বলে ওদের পিছন ইতিহাস জানা উচিত। ওদের বংশধর কে জানা উচিত। তবে শেখ মুজিব ছিলো সরল সহজ মনের মানুষ । শেখ মুজিবকে হত্যা করে এই দেশে অনিয়ম পয়দা করছে। দুর্নীতি পয়দা করছে।
শেখ মুজিবুর রহমান ছিলেন একজন মানুষ তার মত নেতা আজো কেউকে হতে দেখিনি। শেখ মুজিব ছিলেন সত্যের প্রতীক।
শেখ মুজিবের আদর্শ যদি এই তার দল বাস্তবায়ন করতো দেশের কোন সেক্টর নিয়ে কোন শব্দ করার কেউ সাহস ছিলনা। শেখ মুজিবের খারাপ যারা বলে, একদল লোক আছে এখনো স্বাধীনতা বিশ্বাস করে না। পাকিস্তান সাপোর্ট করে তাদের পাকিস্তান পাঠিয়ে দেওয়া। আরেকটা কথা এই দেশ ২২ ফেব্রুয়ারি ১৯৭৪ পাকিস্তান িএই বাংলাদেশ কে স্বীকৃতি দেয়। কিন্তু বাংলাদের স্বাধীনতা বিরোধী রাজাকার বংশধর আজো এইটা বাংলাদেশ বলে স্বাীকৃতি দেয়না ওদিকে দেশের সব সুযোগ খায়। নিমক হারামী এই বাঙালি জাতি ডুবন্ত থাকে এরাই ঝামেলা করে। তাই শেষ কথা পাকিস্তান েএই দেশ থেকে গেছে কিন্তু স্বাধীনতার বিরোধী বংশধর এই দেশ থেকে যায়নি এই দেশেই আছে।
০৭ ই মার্চ, ২০২৪ সকাল ১০:২৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আপনি সঠিক বলেছেন।
উনাকে উনার প্রাপ্য মর্যাদা দেয়া দরকার।
৬| ০৭ ই মার্চ, ২০২৪ সকাল ১০:১৮
কলাবাগান১ বলেছেন: এম ডি মুসা এর কমেন্টে প্লাস
০৭ ই মার্চ, ২০২৪ সকাল ১০:৪৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
তিনি সঠিক বলেছেন।
৭| ০৭ ই মার্চ, ২০২৪ সকাল ১১:২৬
কামাল১৮ বলেছেন: ঐ দিন মাঠে দীড়িয়ে ভাষণ শুনেছি। ঐ মাঠেই ভাসানীর ভাষণ শুনেছি একদিন পর।
০৭ ই মার্চ, ২০২৪ সকাল ১১:৫৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আপনি এক জন ভাগ্যবান মানুষ।
আমিও যদি থাকতে পারতাম।
আজ কাল সোহরাওয়ার্দী উদ্যান আগের মতো নেই।
৮| ০৭ ই মার্চ, ২০২৪ দুপুর ২:২৭
ধুলো মেঘ বলেছেন: এম দি মুসা, শেখ মুজিবকে খারাপ বলবে - এরকম সাহসী লোক কি এই বাঙাল মুল্লুকে আছে? শেখ হাসিনা সম্পর্কে উল্টোপাল্টা বলে কানাডাতে থেকেও যেখানে রেহাই মিলছে না, সেখানে কার দায় পড়েছে ফালতু কথা বলে নিজের ঘাড়ে বিপদ ডেকে আনার?
০৮ ই মার্চ, ২০২৪ রাত ১২:৫৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
তিনি অবশ্যই একজন ভালো মানুষ।
ভালো ওবড় মাপের নেতা।
৯| ০৭ ই মার্চ, ২০২৪ বিকাল ৩:৫৬
রাজীব নুর বলেছেন: ৭ই মার্চের ভাষনে আপনি ছিলেন?
আমার মা ও বাবা ছিলো। কিন্তু তাদের তখন পরিচয় ছিলো না।
০৭ ই মার্চ, ২০২৪ রাত ৮:১৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আমার বয়স মাত্র ৫০ হলো।
১০| ০৮ ই মার্চ, ২০২৪ রাত ১:১৭
রূপক বিধৌত সাধু বলেছেন:
বঙ্গবন্ধু সম্পর্কে একজন জাতীয়তাবাদীর মন্তব্য।
০৮ ই মার্চ, ২০২৪ বিকাল ৩:৩৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
এরা অমানুষ।
আমি এদের এড়িয়ে চলি।
১১| ০৮ ই মার্চ, ২০২৪ বিকাল ৩:২২
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আমার বয়স মাত্র ৫০ হলো।
আপনি আমার চেয়ে ১২ বছরের বড়। তাই তো আপনাকে বড় ভাই ডাকি।
০৮ ই মার্চ, ২০২৪ বিকাল ৩:৪২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
৭ ই মার্চের ভাষণের সময় সম্ভবত আমার জন্ম হয়নি ।
আমার জন্ম হয়েছে মুক্তিযুদ্ধের শেষের দিকে।
এই কারণে আমার পক্ষে রেসকোর্স ময়দানের ঐতিহাসিক জনসভায় থাকা সম্ভব হয়নি।
তবে ১৯৯২ সালে সোহরাওয়ার্দী উদ্যান এর ঐতিহাসিক গণআদালতে আমি উপস্থিত ছিলাম।
©somewhere in net ltd.
১| ০৭ ই মার্চ, ২০২৪ রাত ৩:১৪
সোনাগাজী বলেছেন:
সাহসী ছিলেন, বুদ্ধিমান ছিলেন না; স্বাধীনতায় উনি মানুষের ভুমিকা বুঝতে পারেননি; মনে করেছিলেন, উনার কারণেই স্বাধীনতা এসেছিলো।