নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

১২ বছর আগের একটি স্মৃতিঃ ****************************

১০ ই মার্চ, ২০২৪ সকাল ১১:৫৮

10 March 2012

Damien Gurusinghe নামে এক শ্রীলংকান ভদ্রলোক বাংলাদেশে চাকরি করেন। আমার সাথে পরিচয় খুব বেশী দিনের নয়। তবে তিনি প্রায়ই আমাকে ফোন করেন। কেমন আছি জিজ্ঞেস করেন।

বাংলাদেশ থেকে সাধারণত আমার কোন কল আসে না। মাঝে মাঝে যে ২/১টা কল আসে সেটা তারই করা।

গতকাল শুক্রবার বিকেলে সহসা তার কল এলো।
বললেন- রবি বার দেশে আসছি। তোমার জন্য কি আনব?

এমন কথা তো দেশের কোন বন্ধুও কখনো আমাকে বলে না।

আমি বললাম- তুমি বাংলাদেশ থেকে সর্বোত্তম শুভেচ্ছা নিয়ে এসো আমার জন্য।
: সেটা তা তোমার জন্য আমার সব সময়ই আছে।

তিনি খুব ভাল বাংলা বলতে পারেন। আগামী কাল রবিবার তিনি আসছেন কলম্বোতে।
এটা তার নিজের দেশ।

আর হ্যা, Damien Gurusinghe খুব ভাল বংলা বলতে পারেন।
সহসা তার কল আসবে মোবাইলে ।

চমকে দিয় বলবেন- কি অবস্থা, বন্ধু??

**ফেসবুকে দেখলাম- সর্বশেষে সে কানাডার টরোন্টাতে আছে। কি করে সেখানে কে জানে।


আমি আমার মানব জীবনের একটা বিরাট অংশ সময়ে শ্রীলংকার রাজধানী কলম্বোতে কাটিয়েছি।
এটা সেই সময়কার একটা স্মৃতি। ফেসবুকের কল্যাণে আজ জানতে পেরেছি।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১০ ই মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:৫৭

নাহল তরকারি বলেছেন: শ্রী লঙ্কার সেই কলিগ আপনার সাথে কেমন সম্পর্ক?

১০ ই মার্চ, ২০২৪ রাত ৮:৫৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


আজকে ফেসবুকের কল্যাণে উনার সাথে যোগাযোগ হয়েছে ।
উনি বর্তমানে কানাডার নাগরিক হয়ে গেছেন। Toronto থাকেন .।
বলেছেন আমাকে খুব তাড়াতাড়ি কল দিবেন।
অত্যন্ত আমাকে একজন ভদ্রলোক।

২| ১১ ই মার্চ, ২০২৪ দুপুর ১২:৫৭

রাজীব নুর বলেছেন: শ্রীলিংকা নিয়ে অনেক লিখবেন। তাহলে আমরা সে দেশের মানুষ কালচার ইত্যাদি বিষয় গুলো জানতে পারবো।

১১ ই মার্চ, ২০২৪ দুপুর ২:১০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


এই অঞ্চলের মধ্যে আধুনিক কোন দেশ থাকলে সেটা শ্রীলঙ্কা।
আধুনিক কোন শহর থাকলে সেটা কলম্বো, ক্যান্ডি কিংবা নুওয়ারেলিয়া।
অনেক ভালো একটি দেশ।
আপনার ভালো লাগবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.