নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।
তুমি যদি আমাকে ঠকাও কিংবা
প্রকাশ্য দিবালোকে আমাকে ভোদাই বানিয়ে দাও ।
তাহলে পুরো দোষটা কি আসলে আমার একারই?।
আমার কিন্তু তা মনে হয় না ।
হ্যাঁ অবশ্যই আমার কিছু দোষ আছে।
আমার দোষ আমি তাৎক্ষণিকভাবে
তোমার দু'গালে কষে দুটো চড় বসিয়ে দেইনি।
তুমি যখন আমাকে ঠকাও তুমি কেবল আমাকেই ঠকাও না।
সেই সঙ্গে একই সাথে আমার বিশ্বাসকেও তুমি হত্যা কর।
তার মানে একই সাথে তুমি দুইটা দোষে দোষী ।
তুমি সাংঘাতিক রকম অপরাধী।
তুমি নিপাত যাও!
১৩ ই অক্টোবর, ২০২৪ রাত ২:২৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
ভালো থাকুন সব সময়।
২| ২৫ শে এপ্রিল, ২০২৪ সকাল ১০:০৭
শায়মা বলেছেন: হা হা রাগের চোটে ভীমরি ছোটে কবিতা.....
১৩ ই অক্টোবর, ২০২৪ রাত ২:২৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
ভালো থাকুন সব সময়।
©somewhere in net ltd.
১| ২৫ শে এপ্রিল, ২০২৪ সকাল ৯:৩১
বাকপ্রবাস বলেছেন: সুন্দর চপেটঘাতমূলক কবিতা