![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একবার এক দোকানদার আমাকে বলছিল,
"কালকে সাকা চৌধুরীর বাসায় গেসিলাম অব্বাই কি ভাব তার। তিনি একটা বড় হেলান দেয়া চেয়ারে বসছিল আর আমরা নিচে। তাকে পুরা রাজার মত মনে হচ্ছিল।"
আসলে জমিদার প্রথা ৬৫ বছর আগে চলে গেলেও তারা আমাদের প্রজা থাকার মানসিকতাটা রেখে গিয়েছেন। আজকে সাকা চৌধুরীর ঔদ্ধত্যপূর্ণ আচরনকে আমরা অনেকে পছন্দ করি। যদি তার টাকা না থাকত এবং তিনি একই আচরণ করলে, আমরা বলতাম কুত্তা ঘেউ ঘেউ করছে। গ্রামে গঞ্জে এই ধরনের লোক প্রচুর দেখা যায়। আর তিনি তো নিজের কষ্টে পয়সাওয়ালা হন নি। ঐ জমিদারী সিস্টেমে উত্তরাধিকার সূত্রে তিনি পয়সাওয়ালা।
©somewhere in net ltd.