নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমাকে নিয়মের ছকে ভেবোনা, কক্ষনো ভেবোনা,,,আমি তোমাদের মত !!

আবরার রুমী

জীবনের উল্টো পিঠেও আমি বৃত্তের মত বাস্তবতার কাছে বন্ধী

আবরার রুমী › বিস্তারিত পোস্টঃ

রানা প্লাজার ট্রাজেডিতে উজ্জল হওয়া দশের ভাবমূর্তি !!

০১ লা মে, ২০১৩ সন্ধ্যা ৬:০৪

বাংলাদেশের বাতাস যখন ভারি হয়ে যাচ্ছিল শোক আর কান্নায়,আরেকটু কিছু করে হলেও আর একজন অসহায়ের জীবনকে বাচানোর জন্য দেশের সর্বস্তরের মানুষ যেখানে প্রানপনে চেষ্টা চালিয়ে যাচ্ছিলো,তখন অভিজ্ঞ উদ্ধারকারী দল সরবরাহের জাতিসংঘ এবং যুক্তরাজ্যের সহায়তা প্রস্তাবকে প্রত্যাখ্যান করে দেশের প্রধানমন্ত্রী মানমর্জাদা আর ভাবমুর্তি নিয়ে খুব চিন্তিত হয়ে পড়লেন । ১৯৮১ সালে ফিলিপাইনে ম্যানিলা ফিল্ম সেন্টার তৈরির সময় স্বৈরাচারি ইমেল্দা মার্কোসের ভাবমূর্তি টিকিয়ে রাখার জন্য সিমেন্টে ঢাকা পড়েছিলো ১৬৯ জন মৃত ও অর্ধমৃত শ্রমিক।সাভার ট্রাজেডিতে প্রধানমন্ত্রীর মানমর্জাদা আর ভাবমুর্তি টিকিয়ে রাখার জন্য কনক্রিটের নিচে অসহায় শ্রমিকদের হারানো জীবনের সংখ্যা চারশ ছাড়িয়ে গেল।



রোববার ব্রিটেনের প্রভাবশালী পত্রিকা ডেইলি টেলিগ্রাফ খবর দিয়েছে, উদ্ধার অভিযানে সাহায্য করতে ব্রিটেনসহ কয়েকটি উন্নত দেশের প্রস্তাব সরকার প্রত্যাখ্যান করেছে। দুর্ঘটনার পরপরই জাতিসঙ্ঘ কর্মকর্তারা যখন বুঝতে পারলেন, বিপুলসংখ্যক লোক ধ্বংসস্তূপের মধ্যে চাপা পড়ে আছেন, তখন বাংলাদেশ নিজের সামর্থ্যে উদ্ধারকাজ করতে পারবে কি না, তা নিয়ে পশ্চিমা কূটনীতিকদের সাথে পরামর্শ করা হয়। তারা একমত হন, বাংলাদেশ এই কাজ করতে পারবে না। তারা তখন ব্রিটেনসহ বিভিন্ন দেশকে বিষয়টি অবগত করেছে। প্রতিবেদনটিতে বলা হয়, বিদেশী সাহায্য না নিয়ে সাভারের উদ্ধার কার্যক্রমে স্থানীয় স্বেচ্ছাসেবকদের ওপর নির্ভর করা হয়। তাদের সুরক্ষাদায়ক পোশাক ছিল না, এমনকি অনেকে প্লাস্টিকের স্যান্ডেল পরেও কাজে নেমেছিলেন। হাজার হাজার মানুষকে উদ্ধারে সরকারের প্রস্তুতির অভাব এর মাধ্যমে প্রকাশ হয়ে পড়ে। লিংক



মাননিয় প্রধানমন্ত্রীর কাছে একটাই প্রশ্ন,এই মেকি মানমর্যাদা অহংকার কিসের ? আপনার পিতার নাকি দেশের ? যদি মনে করে থাকেন এ আপনার পিতার মর্জাদা তাহলে চারশরও বেশি নিরিহ দরিদ্র অসহায় মানুষের বলিতে আপনার পিতার মর্জাদা আপনি যথেষ্ট উচু করেছেন,না জানি ভবিষ্যতে আপনার সন্তানের মর্জাদার বিষয় আসলে আরো কতো প্রানের বলি দেবেন ! আর মানমর্যাদা বিষয়টা যদি দেশের জন্য হয় তাহলে বিগত বিরধী দলে থাকাকালিন যখন বহির্বিশ্বে গিয়ে ঢোল পিটিয়ে বাংলাদেশকে জংগীবাদি দেশ বলে বেড়িয়েছেন তখন কোথায় ছিল আপনার এই মিথ্যে মানমর্যাদা !



শুনেছি ইতিহাস নাকি ভিন্ন রূপে বার বার ফিরে আসে,ফিলিপাইনের সেই ফার্দিনান্দ মার্কোস ও ইমেল্দা মার্কোসকে সাধারণ মানুষের ঘাড় ধাক্কা খেয়ে ক্ষমতা থেকে নামতে হয়েছিলো।বাঙ্গালী জাতীর গনজাগরনের দেশাত্ববোধ আর দেশপ্রেমের অনুভুতি নিয়ে করা রাজনীতি আর সাভার ট্রাজেডির বাতাস ভারি হয়ে যাওয়া শোক নিয়ে করা রাজনীতি দুটোর উদ্দেশ্যই যদি হয়ে থাকে একমাত্র ক্ষমতায় টিকে থাকা,তাহলে আর কিছ্ছু বলার নেই।চালিয়ে যান...জয় বাংলা,জয় বঙ্গবন্ধু!!

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০১ লা মে, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬

ঢাকাবাসী বলেছেন: নিজেদের অযোগ্যতা অদক্ষতা অকর্মন্যতা ঢাকা রাখতে আর লাশ গায়েব করাটাকে নির্বিঘ্ন রাখতেই এই চাল।

০১ লা মে, ২০১৩ সন্ধ্যা ৭:১৯

আবরার রুমী বলেছেন: নিন্দা পাওয়ার জগ্যতাটাও হারানর অপেক্ষা আছে!!

২| ০১ লা মে, ২০১৩ রাত ৮:০০

কেএসরথি বলেছেন: এটা কোন অহংকার নয়।

এটা হচ্ছে বড় ভাইদের আদেশ।

বাংলাদেশকে পৃথিবীর সবদেশ থেকে আলাদা করার একটা ষড়যন্ত্র চলছে। যাতে বাংলাদেশ শুধু মাত্র ভারতের উপরে নির্ভরশীল হয়ে পড়ে।

একটু খেয়াল করলেই দেখবেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পরপরই সমস্ত দুনিয়ার সাথে একধরনের ঘাড়তেড়ামি শুরু করে।

পদ্মা সেতুর অনুদান নেয়ার সময় কিন্তু আতে-ঘা লাগে নাই। কারন ঐটা তো ক্যাশ টাকা!! ঐ টাকার পুরোটাই তো মেরে দিয়েছে এই সরকার।
কিন্তু একই সরকার উদ্ধারকাজে কোন সাহায্য নেবে না। কারন উদ্ধার কাজে তো কোন টাকা আসবে না। এখানে তো চুরি করার কিছু নাই।

আজকে যদি কোন দেশ সাভার ট্রাজেডীর কারনে আমাদের টাকা-পয়সা দিয়ে সাহায্য করতে চায়, তাইলেই দেখবেন প্রধানমন্ত্রী নিজে গিয়ে সেই টাকা গ্রহন করে আসবেন। কারন??? কারন সেই অনুদানের পুরোটাই উনারা খেয়ে ফেলবেন।

০২ রা মে, ২০১৩ রাত ১:২৩

আবরার রুমী বলেছেন: আজকে যদি কোন দেশ সাভার ট্রাজেডীর কারনে আমাদের টাকা-পয়সা দিয়ে সাহায্য করতে চায়, তাইলেই দেখবেন প্রধানমন্ত্রী নিজে গিয়ে সেই টাকা গ্রহন করে আসবেন। কারন??? কারন সেই অনুদানের পুরোটাই উনারা খেয়ে ফেলবেন।.....নির্ঘাত সত্যি কথা !!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.