![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনের উল্টো পিঠেও আমি বৃত্তের মত বাস্তবতার কাছে বন্ধী
কতদিন হয়ে গেল একটাও কবিতা লিখিনি!
অপেক্ষায় থাকিনি একটা নতুন সকাল দেখার,
এলোমেলো ভাবনা গুলোকে আজো গোছাতে পারিনি।
তোমার অভিমান ভাঙ্গাতে বার বার নষ্ট হয়ে যায়নি যে কতদিন,কত অগনিত দিন!
আমার রংধনু দিয়ে তোমার দুচোখে স্বপ্ন একে দেব বলে আমার দুচোখে জলগুলোকে আজো আগলে রেখেছি।
উত্তাল ঢেউয়ে তোমায় ভাসিয়ে নিয়ে যাব আমার সাজান পৃথিবীতে,
তাই বুকের ভেতরে জমাট ভালবাসায় গড়েছি এক সমুদ্র।
ইচ্ছের মুক্ত ডানায় তোমার স্বপ্নগুলো হবে স্বাধীন,
তাই আমার বুকে গড়েছি তোমার ভালবাসার মুক্ত আকাশ।
দীর্ঘ রাতের পর একটা নতুন সকালের আবছা আলোয়
আমার আকাশে তোমার প্রতিচ্ছবির অপেক্ষায় থেকেছি যে কতদিন, কত অগনিত দিন!
শুধু তোমায় নিয়ে একটা কবিতা লেখার অপেক্ষা আমায় আজো বাচিয়ে রেখেছে !!
১৯ শে মে, ২০১৩ রাত ৯:৪৯
আবরার রুমী বলেছেন: ধন্যবাদ।
২| ১৯ শে মে, ২০১৩ রাত ১১:৩২
প্রোফেসর শঙ্কু বলেছেন: আরেকটু লিখতেন যদি....
২০ শে মে, ২০১৩ রাত ১:১১
আবরার রুমী বলেছেন: এটা একটা অনুভুতি,যা সম্পূর্ন একটা অনৈচ্ছিক বিষয় এবং সিমানা তার নিজের ইচ্ছের উপর পুরোপুরি নির্ভর করে।আমার যে কিছুই করার নেই!!
©somewhere in net ltd.
১|
১৯ শে মে, ২০১৩ রাত ৮:১৭
স্বপনবাজ বলেছেন: ভালো লাগলো!