নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমাকে নিয়মের ছকে ভেবোনা, কক্ষনো ভেবোনা,,,আমি তোমাদের মত !!

আবরার রুমী

জীবনের উল্টো পিঠেও আমি বৃত্তের মত বাস্তবতার কাছে বন্ধী

আবরার রুমী › বিস্তারিত পোস্টঃ

>>>>>>>>>>>>>>>>>>>>>>>

২১ শে মে, ২০১৩ রাত ১২:৫৫

একদল বেশি খারাপ আর একদল বেশির চেয়ে সামান্য একটু কম খারাপ, তাই যেদিকেই যাইনা কেন ভোট দেওয়ার ক্ষেত্রে আমাদের যে কোন একটা 'খারাপ'কেই বেছে নিতে হয়।অবশ্য এছাড়া আমাদের হাতে অন্য কোন অপশনও নাই।যা একটা জাতির জন্য খুবই মর্মান্তিক এক ধরনের পরাধীনতা।

একসময় জামাত বিএনপির কাধে ভর করেছিল,আর এখন বিএনপিই চড়ে বসেছে জামাতের কাধে।বিএনপি এখন জামাত হেফাজত দেরই একটা সহযোগী দল।মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি জামায়াত-হেফাযত কে সাথে নিয়ে ক্ষমতার লোভে আজ দেশের সাথে দেশের মানুষের সাথে প্রতিনিয়ত বেঈমানি করে চলেছে সেই বিএনপি যারা নানা চড়াই-উতরাই সত্ত্বেও আশি ও নব্বইয়ের দশকে আওয়ামী লীগের বিকল্প ‘মধ্যপন্থী দল’ হিসেবে নিজেদের ভূমিকা অনেকটা অক্ষুণ্ন রাখতে পেরেছিলো।চেতনার দিক দিয়ে দেশ এখন দুইটা ভাগে বিভক্ত,একটা মুক্তিযুদ্ধের পক্ষের আর অন্যটা বিপক্ষের। ইতিহাস সাক্ষ্য দেয় যে পৃথিবীর কোন দেশে মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি কখনোই টিকে থাকতে পারেনি।সিন্ধান্ত এখন আমাদের রাজনৈতিক দলগুলোর,তারা বিলুপ্ত হতে চায় নাকি টিকে থকতে চায়!

আমাদের এখুনি সময় মৌলিক রাজনীতিকে প্রতিস্থাপন করবার যা গত ৩ দশকে ক্ষমতা নামক রাজনৈতিক জংলীপনার শিকার হয়ে আজ সম্পূর্ণভাবে বিসর্জিত হয়ে গেছে।এদেশকে বাচাতে হলে করো একক দোষ ধরে সমালোচনা করার অবস্থা আর নেই।কারন প্রচলিত ক্ষমতা নির্ভর কূটচালের রাজনীতির অবসানই বাংলাদেশের টেকসই উন্নয়নের একমাত্র চাবিকাঠি!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.