![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনের উল্টো পিঠেও আমি বৃত্তের মত বাস্তবতার কাছে বন্ধী
বাংলাদেশের খেলা দেখার সময় যখন গ্যালারিতে বাংলাদেশি দর্শকদের হাতে অন্য দেশের পতাকা নিয়ে নাচতে দেখি তখন লজ্জা আর ঘৃণায় চোখটা সরিয়ে নিতে বাধ্য হতে হয়। মনে হয় যেন বাংলার ইজ্জত নিলামে ওঠানোর গুরু দায়িত্বটা গ্যালারীর ঐ গোয়ার মূর্খগুলোর উপর ন্যস্ত করা হয়েছে এবং তারা খুব নিষ্ঠার সাথে সেই দায়িত্ব পালন করে যাচ্ছে! মনে হয় ওরা চিৎকার করে সারা বিশ্বকে জানাতে চাচ্ছে যে 'দেখ আমরা কতখানি মূর্খ যে আমরা এখনও আমাদের দেশকে ভালবাসতে শিখিনি'! বিষয়টা সত্যিকার অর্থেই বাংলাদেশের ভাবমূর্তির ক্ষেত্রে খুব বড় একটা সমস্যা। কিন্তু সেই সমস্যার সমাধানটাও যে আরও বড় একটা সমস্যার সৃষ্টি করবে তাও কখনো আসা করিনি।নিষেধাজ্ঞা জারি করে ভিনদেশি পতাকা বর্জন আর দেশকে ভালবেসে ভিনদেশি পতাকা বর্জন সম্পূর্ণ ভিন্ন দুটো বিষয়। যে দেশের পতাকাকে ভালবাসতে আজ্ঞার প্রয়োজন হয় সে দেশের মানুষের দেশপ্রেমের পরিমাণটুকু মেপে ফেলতে খুব একটা সময় নিতে হয়না! এই নিষেধাজ্ঞা একদিকে সমস্ত বিশ্বের কাছে বাঙালী জাতীর উদার মনোভাবকে ছোট করল এবং অন্যদিকে দ্বন্দ্ব আর সংঘাতের রাস্তাটাকে আরও বেশি চওড়া করে দিল। তাই নীতিনির্ধারকদের এই বিচিত্র নিষেধাজ্ঞা সমস্যা সমাধান করবে নাকি সমস্যাটাকে অন্য একটা নতুন সমস্যার দিকে ঠেলে দেবে সেটাই এখন দেখার বিষয়!!
©somewhere in net ltd.