![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনের উল্টো পিঠেও আমি বৃত্তের মত বাস্তবতার কাছে বন্ধী
অপচয়ে বেচে থাকা এ জীবনটাতে
অনুভূতিগুলো আমার একদমই বন্য়।
প্রচলিত সভ্য়তাকে মনে হয় যেন
হরেক রকম রঙে আঁকা মূখোষ;
সময়ের সিঁড়ি ভেঙে চলে এসেছি অনেকটা পথ,
তবুও ঐ রঙগুলোর ভিন্নতা আজো বুঝতে পারিনি!
বুঝতে পারিনি কাছের আর দূরের জটিল হিসেবটাও;
হিসেব মেলাতে গিয়ে কুয়াশার বিনিদ্র শিশির হয়েছে রক্তাক্ত লাল!
দূরত্বে গড়তে হয়েছে তির্থভূমী!
তবুও ভূলের নামে বেড়ে ওঠা নিসঙ্গতাকে
আকড়ে রেখেছি অন্তহীন সৃতির মত।
দীর্ঘ সময় ধরে পুড়তে থাকা স্বপ্নগুলো
অচেতন ঘুমের নেষায় আজ ক্লান্ত;
কৃষ্ণ পক্ষের মেঘে ঢাকা বন্য এ জীবনটাতে
নির্বাসনই এখন একমাত্র নিরব স্বস্তি....
©somewhere in net ltd.