নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাগলদের চিকিৎসার কাজে নিয়োজিত (শুধু এই সাইটের) ০১৭১৭-৫২৩৮০৮

যে কোন প্রয়োজনে স্বরণ কইরেন: [email protected] এই আইডি তে..এড কইরেন...

সায়েন্স জোন

আমি দেখিনি, আমি জানিনি, আমি শুনিনি অনেক কিছু............. আমি চাইনি, আমি পাইনি, তবু ঘুরেছি.............................. তোমার পিছু।

সায়েন্স জোন › বিস্তারিত পোস্টঃ

:( রিপা আপু: এমন তো কথা ছিল না।

১৩ ই জানুয়ারি, ২০০৯ রাত ১১:৩৩

এটা কি হলো !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

এমন তো কোন কথা ছিল না.............

এটা তো সেই সময়ত্ত ছিলনা..............

কিন্তু তবুত্ত কেন এমন হলো ?????????

খবর টি শুনে পুরো থথথ মেরে গেলাম.....

কিছূই আর ভালো লাগছে না.............

আজ সন্ধ্যায় একটা হঠাৎ করেই এইটা নিউজ পেলাম।

নিউজটা রিপা আপুকে নিয়ে......................

আগে বলি রিপা আপুটাকে.......................?

রিপা আপু আমার বন্ধুর বড় বোন (খালাতো)................

খুব বড় না মাত্র ১ বছরের সিনিয়ার ছিলেন রিপা আপু,

দেখা হলেই হাসি মুখে বলতেন কিরে ইসতি তোর খবর কি ? যা খুশী কর কিছূ বলবোনা শুধু রেজাল্ট দেখবো।

একি স্কুল এবং কলেজে পড়ার সুবাধে প্রতিবার আমার ঐ বন্ধুর রেজাল্ট নিতে এবং খাতা দেখতে আসতো এবং এসে আমার খবর আগে নিত....................................

যেমন শাসন করতো আমাদের ঠিক তেমনি ভালো বাসতো.....

রিপা আপুর বাবা ছিলেন না, অনেক আগেই মারা গেছেন। তাই তাদের ছিল মা মেয়ের সংসার।

লাষ্ট রিপা আপুর সাথে আমার কথা হয় আমাদের প্রাকনির্বাচনী পরীক্ষার রেজাল্টের সময়....

আর দেখা অবশ্য প্রায়ই হতো কারণ রিপা আপু যে স্যারের আছে একাউন্টিং পড়তো আমরাত্ত সেই স্যারের আছে পড়তাম।

এমন তো কোন কথা ছিল না......................

কিন্তু যা কথা ছিল না তাই হয়েছে................

আমাদের উপর হয়তো আবার রাগ করেছে রিপা আপু....

আর তাইতো আমাদে ফেলে চলে গেছেন............

কিন্তু তবুতো তার তো এভাবে চলে যাবার কথা ছিল না.......

আজ সকালে রিপা আপু গলায় ত্তড়না পেচিয়ে আত্নহত্যা করেছে...

সবার উপর অভিমান করে তাই অনেক দূরে চলে গেছে...........

কিন্তু তবুত্ত এমন তো কথা ছিল না।

মন্তব্য ১৩ টি রেটিং +২/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১৩ ই জানুয়ারি, ২০০৯ রাত ১১:৩৭

ব্রাইট বলেছেন:

বোকা আপুরা কেন এমন করে!!

১৩ ই জানুয়ারি, ২০০৯ রাত ১১:৫৩

সায়েন্স জোন বলেছেন: জানি না...
কিন্তু এমন তো কোন কথা ছিল না....

২| ১৩ ই জানুয়ারি, ২০০৯ রাত ১১:৪১

আবু সালেহ বলেছেন:

কেন এমন হলো.....>>>>>>>>>????

১৩ ই জানুয়ারি, ২০০৯ রাত ১১:৫৫

সায়েন্স জোন বলেছেন: জানি না...
কিন্তু এমন তো কোন কথা ছিল না....

৩| ১৩ ই জানুয়ারি, ২০০৯ রাত ১১:৪৪

অলি নগরবালক বলেছেন: কষ্ট লাগলো পোষ্টা পড়ে!

১৩ ই জানুয়ারি, ২০০৯ রাত ১১:৫৭

সায়েন্স জোন বলেছেন: hmmm

৪| ১৪ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:২২

রিসাত বলেছেন: :(

১৪ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:২৮

সায়েন্স জোন বলেছেন: :(

৫| ১৪ ই জানুয়ারি, ২০০৯ রাত ২:৫৬

নীল চাঁদ বলেছেন:
হায় রিপা আপু..........

তুমি জানলে না তোমার জন্য তোমার ছোট বোন, বন্ধু, ভাই, পরিবারসহ আরও কতজনের গাঢ় ভালবাসা রয়েছে...........

আর কোনদিন জানিবে না তুমি.........

এই মানব জীবন............ছেড়ে...............

তুমি কোন সুখের সন্ধানে গেলে???

১৪ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:৫৬

সায়েন্স জোন বলেছেন: হমমম

৬| ১৪ ই জানুয়ারি, ২০০৯ সকাল ৯:৪২

আই আনাম বলেছেন: পড়ে মনটা খারাপ হয়ে গেল।

১৪ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:৫৮

সায়েন্স জোন বলেছেন: হমমম

৭| ২২ শে জানুয়ারি, ২০০৯ রাত ৮:২৫

শত রুপা বলেছেন: পড়ে মনটা খারাপ হোলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.