নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিই মেঘদূত

আমিই মেঘদূত › বিস্তারিত পোস্টঃ

“পাইলট” প্রকল্পের মাধ্যমে দারিদ্র্যসীমার মধ্যে প্রত্যেককে ৩০ হাজার টাকা সুদমুক্ত ঋণে দারিদ্র্য ও ভিক্ষুকমুক্ত হবে বাংলাদেশ

২৫ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৮

২০২৫ সালের মধ্যে বাংলাদেশকে দারিদ্র্য ও ভিক্ষুকমুক্ত করার পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। এ লক্ষে ২০১৫-২০২১ সালে পল্লী সমাজসেবা (আরএসএস) কার্যক্রমের মাধ্যমে সুদমুক্ত ঋণের মাধ্যমে সমন্বিত ব্যবস্থা নেয়া হচ্ছে। এ প্রকল্পের আওতায় একজন ভিক্ষুককে সর্বোচ্চ ৩০ হাজার টাকা ঋণ দেয়া হবে। পাশাপাশি তা কাজে লাগানোর জন্য দেয়া হবে প্রশিক্ষণ। প্রাথমিকভাবে পাইলট প্রকল্প হিসেবে ৭ বিভাগের ৭ গ্রামকে চিহ্নিত করে কাজ করা হবে। পরিসংখ্যান ব্যুরো দারিদ্র্যতার মানচিত্র তৈরির মাধ্যমে কারা দারিদ্র্যসীমার নিচে আছে তাদের বের করে আনবে সরকার। তাদের কাছেই জানতে চাওয়া হবে তারা কোন ধরনের কাজ করতে চায়। সে অনুযায়ী তাদের ঋণ দেয়া হবে। পর্যায়ক্রমে ২০২১ সালের মধ্যে গোটা দেশকে এ প্রকল্পের মধ্যে আনা হবে। যে গ্রামকে প্রকল্পের কাজের জন্য নির্বাচন করা হবে, ওই গ্রামের কেউই কাজের বাইরে থাকবে না। তাহলে প্রকল্পের লক্ষ্য পূরণ করা সম্ভব হবে। প্রকল্পের কার্যক্রম হবে গ্রামভিত্তিক। গ্রামের মানুষ তার কাঠামো নির্ধারণ করবে তাদের চাহিদার আলোকে। তাদের সমস্যার আলোকে কাজ করতে হবে। তাতে দ্রুত দারিদ্র্য কমানো সম্ভব হবে। উপজেলা পর্যায়ে কমিটি করে সমন্বয় করতে হবে যাতে কাজের পুনরাবৃত্তি না হয়। প্রকল্পটি ২০১৫ সালে শুরু করে ২০২৫ সালের মধ্যে বাস্তবায়নে দারিদ্র্য ও ভিক্ষুকমুক্ত হবে বাংলাদেশ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.