![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভয়াবহ ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের কথা মনে পড়লে এখনো বেঁচে থাকা আত্মীয়-স্বজনরা বুক চাপড়িয়ে বিলাপ করেন। কেউ মা, বাপ, ভাই, বোন সব হারিয়েছেন, কেউবা স্ত্রী হারিয়েছেন, কেউ হারিয়েছেন পরিবারের সকলকেই। ভুক্তভোগীরা এসব কথা যেমন ভুলতে পারেনা, তেমনি অকুতোভয়, প্রাণপ্রিয় আমাদের প্রধানমন্ত্রী ও ভুক্তভোগীদের এসব কথা ভুলতে পারেনা। ভুক্তভোগীদের কথা চিন্তা করে বর্তমান সরকার গ্রহন করেছে বিভিন্ন সময়ে বিভিন্ন পদক্ষেপ। বরাবরের মত সরকারের উন্নয়নমুখী চোখ এবার মংলার উপকূলীয় অঞ্চলে। এবার দুর্যোগে অধিক ঝুকিপূর্ণ সুন্দরবন উপকূলীয় মংলার কালিকাবাড়ি এলাকায় নতুন ৮৫ লাখ টাকা ব্যয়ে একটি সাইক্লোন সেন্টার নির্মাণ করেছে সরকার। দুর্যোগকালে এ আশ্রয় কেন্দ্রে ১২শ লোক আশ্রয় গ্রহন করতে পারবেন এবং পাশাপাশি শিশুদের জন্য প্রি স্কুলসহ দিচ্ছে ফ্রি চিকিৎসা সেবা। সরকারের এই নির্মিত সাইক্লোন সেল্টার ঝড় ও জলোচ্ছাসের মত প্রাকৃতিক দূর্যোগ থেকে উপকূলবাসিকে রক্ষা করবে।
©somewhere in net ltd.