নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিই মেঘদূত

আমিই মেঘদূত › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ ও ভুটানের মধ্যে প্রটোকল চুক্তিতে শুল্কমুক্ত সুবিধা পাবে ৯০টি পণ্য। রপ্তানিতে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে বাংলাদেশ

০৭ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:০৪

দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ এবং ঢাকায় ভুটানের দূতাবাস নির্মাণে প্লট বরাদ্দে বাংলাদেশ ও ভুটানের মধ্যে দুটি প্রটোকল স্বাক্ষরিত হয়েছে। প্রটোকল অনুযায়ী আন্তঃবাণিজ্যে ৯০টি পণ্য রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা পাবে দুই দেশ। দুই দেশের মধ্যে আগের চুক্তিতে ৭৪টি পণ্যের শুল্কমুক্ত সুবিধা ছিল আর এখন এই সংখ্যাটি বাড়িয়ে ৯০টি পণ্যের শুল্কমুক্ত সুবিধা দেয়া হয়েছে। এর সুবাদে পদ্মা সেতুর জন্য ভুটান থেকে বোল্ডার আনতে শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ। বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়া প্রথম দেশ ভুটানের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ার পর এটাই তোবগের প্রথম ঢাকা সফর। প্রথম সফর হিসেবে শেরিং তোবগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাগত জানানোর পর বিমানবন্দর থেকে সরাসরি সাভারে জাতীয় স্মৃতিসৌধে যান ভুটানের প্রধানমন্ত্রী। স্মৃতিসৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর একটি ‘উদয় পদ্ম’ ফুলগাছের চারা রোপণ করেন তিনি। বাংলাদেশ-ভুটান দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ বছরে দুই কোটি ৬০ লাখ ডলার। দ্বিপক্ষীয় বাণিজ্যকে আরও জোরদার করতে বাংলাদেশ ও ভুটানের মধ্যে এই প্রটোকল চুক্তি। সরকারের এমন চুক্তিতে ৯০টি পণ্যের শুল্কমুক্ত সুবিধায় এগিয়ে যাবে বাংলাদেশ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.