নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিই মেঘদূত

আমিই মেঘদূত › বিস্তারিত পোস্টঃ

অবহেলিত দক্ষিণাঞ্চলের উন্নয়নে পদ্মাসেতুর ভেতর দিয়ে গ্যাস লাইন সঞ্চালনের সিদ্ধান্ত সরকারের

১১ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৫২

পদ্মাসেতুর সম্ভাবনা কাজে লাগাতে সেতুর চেয়েও বড় আয়োজন রয়েছে দুই পার ঘিরে। নদীর উভয় পারে বিদ্যমান দুই লেনের সড়ককে চার লেনে উন্নীত করার পরিকল্পনা রয়েছে সরকারের। নির্মাণ করা হবে অত্যাধুনিক, দৃষ্টিনন্দন উড়াল সড়ক। উড়াল সড়কের অংশে বিদ্যুৎ ও টেলিফোন সংযোগ স্থাপন করে দেবে সেতু বিভাগ। আধুনিক নগর হবে দক্ষিণাঞ্চলের ১৯ জেলা। পদ্মার তীরবর্তী অঞ্চলে অত্যাধুনিক সুবিধাসংবলিত দেশের সবচেয়ে বড় বিমানবন্দর, আকর্ষণীয় পর্যটনকেন্দ্র আর ব্যাপক পরিসরের আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এরই ধারাবাহিকতায় দেশের দক্ষিণাঞ্চলের অবহেলিত জনপদের জীবন যাত্রার মান উন্নয়নে পদ্মাসেতু দিয়ে সঞ্চালিত হবে গ্যাস লাইন। পদ্মাসেতুর ভেতর দিয়েই থাকবে এই গ্যাস লাইন। গ্যাস লাইন সম্প্রসারিত করা হবে দক্ষিণাঞ্চলের ১৯ জেলায়। সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সেতুর প্রথম পয়েন্ট ‘মাওয়া’ ও শেষ পয়েন্ট ‘জাজিরা’ পরিদর্শন করেন। এই দু’টি পয়েন্ট থেকেই গ্যাস লাইন যুক্ত ও ছড়িয়ে দেয়া হবে। পদ্মাসেতুর ভেতর দিয়েই গ্যাস লাইন স্থাপন চুক্তির মধ্যেই উল্লেখ রয়েছে। এ ব্যাপারে পরামর্শক ছাড়াও গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের বিশেষজ্ঞের মতামত অনুযায়ী এই কর্মকাণ্ড পরিচালিত হবে। মূল সেতুর কাজ ও এ্যাপ্রোচ রোড ছাড়াও গ্যাস লাইন, রেল লাইন, নদী শাসন নিয়েও নানা পরিদর্শন এবং পরিকল্পনা চলছে। সরকারের এমন দায়িত্বশীল পদক্ষেপে দক্ষিণাঞ্চলের অবহেলিত জনপদের আমুল পরিবর্তন আসবে।


মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১১ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:০৭

এমএম মিন্টু বলেছেন: ভাই কিছু মনে করবেন না ব্লগের নিয়ম অনুযায়ী আপনার একটি পোষ্ট দিলেট করুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.