![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রাইস ফিক্সিং প্রতিরোধে নতুন বছরে কার্যকর করা হচ্ছে প্রতিযোগিতা আইন। আইনটি কার্যকর করার আগে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন নামে একটি কমিশন গঠন করবে সরকার। এর পর একজন চেয়ারম্যান নিয়োগ দেবে বাণিজ্য মন্ত্রণালয়। আইনটি কার্যকর হলে দ্রব্যমূল্য নিয়ে সিন্ডিকেটের তৎপরতা বন্ধ হবে বলে মনে করা হচ্ছে। বিধিমালা তৈরি না হওয়ায় প্রতিযোগিতা আইন-২০১২ কার্যকর হতে পারছে না। প্রতিযোগিতা আইন কার্যকর ও বিধিমালা প্রণয়নে বাণিজ্য মন্ত্রণালয়ে উধর্তন কর্মকর্তারা বৈঠক করেছেন। বৈঠকে আইনটি দ্রুত কার্যকর করার উদ্যোগ নেয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে। চলতি ডিসেম্বরের মধ্যে বিধিমালা প্রণয়ন করা গেলে আগামী বছরের শুরুতেই আইনটি কার্যকর হতে পারে। ২০১২ সালের ১২ জুন পাস হওয়া প্রতিযোগিতা আইনে বলা হয়েছে-এই আইন প্রবর্তনের পর, যথাশীঘ্র সম্ভব সরকার, সরকারী গ্যাজেটের প্রজ্ঞাপন দ্বারা, এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন নামে একটি কমিশন গঠন করবে। ২০১২ সালে প্রতিযোগিতা আইন পাস হয়েছে। আইনটি কার্যকর করতে হলে বিধিমালা তৈরি ও তা ভেটিংয়ের প্রয়োজন। ইতোমধ্যে বিধিমালা তৈরির কাজ শুরু করেছে বাণিজ্য মন্ত্রণালয়। বিধিমালা সম্পন্ন হওয়ার পর চেয়ারম্যান নিয়োগ করা হবে। ভোক্তা স্বার্থ রক্ষায় শীঘ্রই প্রতিযোগিতা আইন বাস্তবায়নের কাজ শুরু হবে বলে আশা করা হচ্ছে।
©somewhere in net ltd.