নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিই মেঘদূত

আমিই মেঘদূত › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ প্রথম গ্যাসবাহী জাহাজ নির্মাণের ফলে আরো একধাপ এগিয়ে গেল বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্পের ক্যারিয়ার

১৫ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৪১

সরকারি প্রচেষ্টায় দেশে তৈরি হলো প্রথম লিকুইফাইড ন্যাচারাল গ্যাসবাহী (এলএনজি) ট্যাংকার। ৩০০ টন ধারণক্ষমতাসম্পন্ন 'এমটি ওমেরা প্রিন্সেস' নামে বাংলাদেশের পতাকাবাহী এই ট্যাংকারটি বাংলাদেশের অভ্যন্তরীণ নদীপথে চলাচল করবে। বাংলাদেশ নৌ-বাণিজ্য অধিদপ্তর থেকে এরই মধ্যে অস্থায়ী পাস দেওয়া হলেও দেশের প্রথম এলপিজি পরিবাহী ট্যাংকারটি প্রাথমিক রেজিস্ট্রেশন দেওয়া হয়েছে। কাস্টমসে শুল্ক পরিশোধ ও অন্যান্য কাজ শেষ করার পর পূর্ণাঙ্গ রেজিস্ট্রেশন দেওয়া হবে। বাংলাদেশি পতাকাবাহী ৩০০ টন ধারণক্ষমতাসম্পন্ন 'এমটি ওমেরা প্রিন্সেস' ৫৮ দশমিক ৬০ মিটার লম্বা এবং প্রস্থে ১০ দশমিক ২০ মিটার। দুই দশমিক ৫০ মিটার ড্রাফটের গভীরতা ৩ দশমিক ৫০ মিটার। বাংলাদেশে প্রথমবারের মতো এলপিজি ক্যারিয়ার নির্মাণ বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্পকে আরো একধাপ এগিয়ে নিয়েছে। এ ধরনের ক্যারিয়ার নির্মাণ বাংলাদেশের জন্য খুবই ভালো খবর।







মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৩০

দীপংকর চন্দ বলেছেন: অনেক ভালো একটি খবর সত্যিকার অর্থেই।

শুভকামনা জানবেন। অনিঃশেষ।

ভালো থাকবেন। সবসময়।

২| ১৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:১৪

ইমরান আশফাক বলেছেন: শুভ হউক প্রতিটা ক্ষেত্রে বাংলাদেশের বলিষ্ঠ পদচারনা। প্রযুক্তির ক্ষেত্রে আমাদের পদচারনা দেরীতে হলেও এগিয়ে চলছে এবং এটিকে আরও বেগবান করতে হবে, এরজন্য প্রয়োজন দক্ষ মানবসম্পদ তৈরী ও অবকাঠামো উন্নয়ন। বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষা এবং গবেষনার জন্যে প্রর্যাপ্ত বিনিয়োগ করতে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.