নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিই মেঘদূত

আমিই মেঘদূত › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত বারি-১৪ ও বারি-১৫ জাতের সরিষার আবাদে কৃষকদের মাঝে ব্যাপক সাড়া

২১ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৫



মাগুরায় উচ্চ ফলনশীল বারি -১৪ ও ১৫ জাতের সরিষার আবাদ কৃষকদের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে। মৌসুমের শুরুতে কৃষি বিভাগ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত এ দুটি অধিক ফলনশীল সরিষা আবাদে কৃষকদের উদ্বুদ্ধ করে। নতুন উচ্চ ফলনশীল সরিষা আবাদে আশানুরূপ ফল পাওয়া গেছে। এতে সরিষা আবাদে কৃষকের মধ্যে ব্যাপক আগ্রহ ফিরে এসেছে। চলতি মৌসুমে জেলার সদর, শ্রীপুর, শালিখা ও মহম্মদপুর উপজেলায় ১১ হাজার ৯৭৫ হেক্টর জমিতে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। লাভজনক ও অনুকূল আবহাওয়া থাকায় লক্ষ্যমাত্রার বেশি জমিতে এবার সরিষার আবাদ হয়েছে। এ বছর জেলায় ১০ কোটি টাকা মূল্যের ১৫ হাজার টন সরিষা উৎপাদন হবে বলে আশা করা হচ্ছে। চলতি মৌসুমের শুরুতে কৃষি বিভাগ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত অধিক ফলনশীল জাতের বারি-১৪ ও ১৫ জাতের সরিষা আবাদে কৃষকদের উদ্বুদ্ধ করেছে। নতুন এ দুটি জাতের সরিষা মাত্র ৭৫ দিনে ঘরে তোলা যায়। হেক্টরে ফলন হয় দেড় হাজার কেজি। সরিষা কেটে ঐ জমিতেই আবার বোরোর আবাদ করা যায়। ভোজ্য তেলের ব্যাপক চাহিদা ও বাজার চড়া থাকায় ভালো দাম পাচ্ছেন কৃষক। চলতি মৌসুম থেকে বারি উচ্চ ফলনশীল জাতের সরিষার পরীক্ষামূলক চাষ শুরু হয়েছে। ফলন ভালো হওয়ায় নতুন এই জাত সম্পর্কে কৃষকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। সরকারও সার্বিকভাবে সকল ধরনের সাহায্য-সহযোগিতা করছে।








মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.