নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিই মেঘদূত

আমিই মেঘদূত › বিস্তারিত পোস্টঃ

নিজেদের চাহিদা মিটিয়ে এবার ভারতে চাল রপ্তানি করবে বাংলাদেশ

২২ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৪৩

এবার বাংলাদেশ থেকে চাল কেনার আগ্রহ প্রকাশ করেছে ভারত। দেশটি তার উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যের জন্য ২০ থেকে ৩০ হাজার মেট্রিক টন চাল কিনতে চায়। বাংলাদেশের উদ্বৃত্ত চাল কেনার জন্য ইতোমধ্যে সরকারকে আনুষ্ঠানিক চিঠি দিয়ে আগ্রহ প্রকাশ করেছে দেশটি। ভারত ইতোমধ্যেই বাংলাদেশ থেকে আলু কেনার বিষয়েও আগ্রহ প্রকাশ করেছে। বাংলাদেশ থেকে চাল কিনে ত্রিপুরা অঞ্চলে সরবরাহ করলে একদিকে পরিবহন খরচ কমবে, অন্যদিকে দ্রুত উত্তর-পূর্বাঞ্চল রাজ্যগুলোতে এই চাল পাঠানো সম্ভব হবে। এসব বিবেচনায় নিয়ে বাংলাদেশকে এই প্রস্তাব দিয়েছে ভারত। বাংলাদেশে এখন পর্যাপ্ত চালের মজুদ রয়েছে। দেশে কোন খাদ্য ঘাটতিও নেই। সে কারণে বাংলাদেশ সম্প্রতি শ্রীলঙ্কায় ৫০ হাজার মেট্রিক টন চাল রফতানির বিষয়ে একটি সমঝোতা চুক্তি করেছে। এই চুক্তির আওতায় শ্রীলঙ্কায় ৫০ হাজার মেট্রিক টন চাল সরবরাহ করবে বাংলাদেশ। সরকারের সুষ্ঠু তদারকি এবং সুসম বণ্টন নীতির ফলে দেশ আজ খাদ্যে স্বয়ং সম্পূর্ণ। আর এজন্যই নিজেদের চাহিদা মিটিয়ে বিদেশে চাল রপ্তানি সম্ভব হচ্ছে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২২ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫১

নতুন বলেছেন: দেশের কোন মানুষ যেন না খেয়ে থাকে সেটা যেন সরকার নিশ্চিত করে তার পরে চাল রপ্তানীর চেস্টা করে...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.