![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দারিদ্র্যবিমোচন কর্মসূচীতে সহায়তা বাড়াচ্ছে দাতারা। এক্ষেত্রে বাড়তি অনুদান দিচ্ছে ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এবং নতুন করে যুক্ত হচ্ছে সুইস এজেন্সি ফর ডেভলপমেন্ট। প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্বে রয়েছে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ। প্রভার্টি ম্যাপ অনুসরণ করে ৩০টি জেলার ১১৫টি উপজেলায় প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। এটি বিশেষ করে চর, হাওর, বাঁওড়, ঘূর্ণিঝড়প্রবণ এবং চরম দারিদ্র্য এলাকায় বাস্তবায়িত হচ্ছে। চলমান ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনাসহ অন্যান্য দীর্ঘ ও স্বল্প মেয়াদি পরিকল্পনা এবং সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো দারিদ্র্যবিমোচন ও দরিদ্র জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়ন করা। এ লক্ষ্যে দীর্ঘদিন ধরে সরকারী ও বেসরকারী বিভিন্ন সংস্থা দেশের দারিদ্র্যবিমোচনে ব্যাপক ভূমিকা রেখে আসছে। এ কার্যক্রম আরও বেগবান করতে মোট ৮৮৬ কোটি ২৬ লাখ ৪০ হাজার টাকা প্রাক্কলিত ব্যয়ে ২০০৮ সালের ফেব্রুয়ারি মাস থেকে ২০১৫ সালের ডিসেম্বর মেয়াদে বাস্তবায়নের জন্য ইকনোমিক ইমপাওয়ারমেন্ট অব দ্য পুওরেস্ট ইন বাংলাদেশ নামের এ প্রকল্পটি ২০০৮ সালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় অনুমোদন দেওয়া হয়। সরকারের দূরদর্শিতা এবং সুষ্ঠু পরিকল্পনায় দেশ এগিয়ে চলছে, সত্যিই ভাবতে ভালো লাগে।
©somewhere in net ltd.