নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিই মেঘদূত

আমিই মেঘদূত › বিস্তারিত পোস্টঃ

বিএনপি ইস্যুর পর ইস্যু তৈরিতে ব্যর্থ হয়ে নতুন বছরে ঝরছে তাজা প্রাণ

০৮ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:০২

নতুন বছর শুরুতে তরতাজা প্রাণের বিনিময়ে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের বর্তমান সরকার বিরোধী আন্দোলন সংগ্রামের সূচনা ঘটেছে। এ জোটের প্রধান দল বিএনপি ক্রমাগত হুংকার দিয়ে চলেছে। জনগণকে রাস্তায় নেমে সরকার বিরোধী আন্দোলনে শরীক হতে নানাভাবে প্রলুব্ধ করে চলেছে। কিন্তু সাড়া মিলছে না। শুধু সচেতন মানুষ নয়, গণমানুষও এ আহ্বানে সাড়া দিচ্ছে না বলে প্রতীয়মান। কিন্তু বিএনপির চেষ্টা থেমে নেই। ইস্যুর পর ইস্যু তৈরির চেষ্টা করে মাঠে নামছে। কিন্তু গণজাগরণ বলতে যা বোঝায় সে পরিস্থিতি থেকে তাদের আন্দোলন অনেক দূরে। দলীয় নেতাকর্মী সমর্থক দিয়ে তারা যে প্রয়াসে লিপ্ত হয়েছে তাতে দেশবাসীর জোরালো কোন সমর্থন নেই। আর জনগণ না চাইলে আন্দোলন কি সফল হতে পারে এ প্রশ্ন রাজনৈতিক অঙ্গন জুড়ে। এদিকে, উদ্বেগ, উৎকণ্ঠায় এখন সারাদেশ। সরকার গঠিত হওয়ার পর থেকেই বিএনপি আন্দোলন, হরতাল, অবরোধ দিয়ে পুরো দেশকে অস্থিরতায় রেখেছে। কিন্তু লাভের ঘরে যোগ হচ্ছে বরাবরই শূন্য। গত সোমবার আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল যখন গণতন্ত্র রক্ষা দিবস কর্মসূচী পালনের ঘোষণা দেয় তখন বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট একই দিনে গণতন্ত্র হত্যা দিবস পালনের ঘোষণা দেয়। ফলে একই দিনে দেশব্যাপী দু’পক্ষের কর্মসূচীতে জ্বালাও পোড়াও, গুলি, বোমায় শেষ পর্যন্ত ঝরে যায় তরতাজা চারটি প্রাণ। ওই দিন বিএনপি নেত্রীর নিরাপত্তার কারণ দেখিয়ে তাকে তার বাসভবন থেকে বের হতে দেয়নি। অবরুদ্ধ অবস্থা থেকে তিনি নতুন করে ডাক দিলের অনির্দিষ্টকালের অবরোধ। পাশাপাশি বিভিন্ন স্থানে সংঘর্ষ, হামলা, প্রাণহানি, মামলা, গ্রেফতার ইত্যাদির কারণে বিক্ষিপ্তভাবে বিভিন্ন স্থানে হরতালের ডাকও দেয়া হয়। কিন্তু বিএনপি নেত্রীর আহ্বানকৃত অবরোধও যা হরতালও তা। সবই হয়েছে নামসর্বস্ব। তবে হরতাল অবরোধের কারণে যানবাহন বন্ধ থাকেনি, অফিস আদালত, ব্যাংক বীমা চলেছে। ২০ দল সরকার বিরোধী ইস্যুতে একদিন, দুদিন, তিনদিন এমনকি সপ্তাহব্যাপী লাগাতার হরতালও পালন করেছে। কিন্তু ফলাফল কি হয়েছে। সংঘাত হয়েছে, যানবাহনসহ সম্পদ পুড়েছে। নিরীহ মানুষ মরেছে। এখনও বলি হচ্ছে সাধারণ মানুষ। এই পরিস্থিতির স্বীকার হতে কি স্বাধীনতার অরজন ? বি,এন,পি নেত্রীর কাছে আজ দেশবাসীর প্রশ্ন ।



মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:০০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন:

সামহোয়্যার ইন... ব্লগ হাতে গোণা কয়েকটা সাইট এর মধ্যে একটি যা প্রতিটি ব্লগারকে প্রথম পাতায় লেখা প্রকাশের সুযোগ দেয়। তাই সকল শ্রেণীর ব্লগারদের কাছে প্রথম পাতার পরিচ্ছন্নতা, বৈচিত্র ও আকর্ষণ রক্ষার্থে ব্লগ নীতিমালার ২গ ধারা অনুযায়ী, একই বিষয়ে বহু সংখ্যক পোস্ট থাকলে তার কয়েকটি অথবা সবগুলোই সরিয়ে দিতে পারি । পাশপাশি, ব্লগ নীতিমালার ২ঙ ধারা অনুযায়ী, যদি কোন ব্লগার অথবা কোন গ্রুপ স্বল্প সময়ের মধ্যে বহুসংখ্যক পোস্ট দিতে শুরু করেন, যা প্রথম পাতায় প্রভাব বিস্তার করতে থাকে (যাকে আমরা ফ্লাডিং বলে জানি) সেসব পোস্ট আমরা সরিয়ে দিতে পারি । যাতে করে সব লেখকের পোস্ট প্রথম পাতায় সমানভাবে স্থান পায়।

যদি ক্রমাগত ব্লগ নীতিমালা লঙ্ঘন করা হয় তাহলে এই ব্যাপারে ব্লগ নীতিমালা অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হতে পারে।

আশা করি বিষয়গুলোর প্রতি দৃষ্টি দিবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.