![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
‘স্যার আমাকে বাঁচান, আমার আয়ের উপর সংসার চলে। আমি কাজ না করলে আমার মা-বাবা-ভাইবোন না খেয়ে থাকবে।’ অবরোধে নৃশংসতার শিকার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিত্সাধীন অগ্নিদগ্ধ বাস হেলপার মো. মুরাদ হোসেনের (২৩) এমন আকুতির মত আরও অনেক নিরীহ বাঙ্গালীর আকুতি কি খালেদা জিয়া শুনতে পাচ্ছেন না। যশোরের খাজুরা থেকে মাগুরা পর্যন্ত লোকাল বাসে হেলপারি করতেন মুরাদ। অবরোধের কারণে রাতে বাসেই ঘুমিয়ে ছিলেন। অবরোধকারীরা পেট্রোল ঢেলে বাসে আগুন ধরিয়ে দিলে ঘুমন্ত অবস্থায় দগ্ধ হন মুরাদ। মুরাদের অবস্থা আশংকাজনক। আগুনে তার মুখমণ্ডল, হাত-পাসহ দেহের ৩৭ ভাগ পুড়ে গেছে। সবচেয়ে বেশি পুড়েছে শ্বাসনালী। তার বেঁচে থাকা একমাত্র আল্লাহতায়ালার উপর নির্ভর করছে। মুরাদের মত এমন অনেক পুত্রের আয়ের উপর নির্ভর করে চলে তাদের সংসার। এখন তাদের কি হবে? যারা আগুন দিয়ে নিরীহ ও অসহায় মানুষকে পুড়িয়ে মারছে তারা কি কোন মা-বাবার সন্তান নয়? আল্লাহ যেন তাদের বিচার করে?
২| ১০ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:১৯
খেলাঘর বলেছেন:
" আল্লাহ যেন তাদের বিচার করে? "
-সরকারকে বিচার করতে হয়।
৩| ১০ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৩০
বিদ্রোহী ভৃগু বলেছেন: স্যার.. দেশটাকে বাঁচান! স্বৈরাচার অনির্বাচিত সরকার দেশটাকে শেষ করে ফেলল। দেশটা বাঁচলে ১৬ কোটি মানুষ বাঁচবে!!
কুইক রেন্টাল, সাড়ে চার হাজার কোটি টাকা লুটের হলমার্ক কেলেংকারী, ফ্রি ট্রানজিট, সাগর রুনি, ফেলানী, ইলিয়াস আলী... একসাথে সাত খুন সহ হাজার হাজার জানা অজানা অন্যায়ে দেশটা খুবলা হৈয়ে গেছে...
৭১এ আমার দাদা দেশের জন্য জীবন দিছে ১৫তে না হয় আমি দিলাম... আমার চেয়ে দেশটা বাঁচান জরুরী!!!!!
যেই দেশে প্রধান বিরোধী দলের নেত্রী ৮ দিনের বেশি গৃহবন্ধী! যেখানে ৫৪, ৫৭তে মানুষের সাংবিধানিক অধিকার সংবিধানের দোহাই দিয়ে ভুলুন্ঠিত!!
দেশটারে দয় করে বাঁচার স্যার!!!!!
৪| ১০ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:০৮
খেলাঘর বলেছেন:
@বিদ্রোহী ভৃগু ,
খালেদার সময় এইভাবে টাকা ডাকাতী হয়েছে, ফালু বিলিওিয়ার হয়েছে? হাওয়া ভবন বিলিোনিয়ার হয়েছে?
আপনি বিলিওনিয়ার হয়েছেন?
হাসিনার পতন হলে ফাঁসীর আসামীরা বেরিয়ে যাবে; সেটা ঠেকাতে খালেদাকে ঠেকাতে হবে।
৫| ১০ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১৪
বেদুইন জাহিদ বলেছেন: শুধু খালেদা জিয়া শুনলে লাভ হবে না, শেখ হাসিনাকেও শুনতে হবে।
৬| ১০ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২২
প্রািন্ত বলেছেন: এইসব পোষ্ট দেখলে আমার মাথা গরম হয়ে যায়। মুখে খিস্তি খেয়ুর চলে আসে। কিন্ত আমার মুখ দিয়ে আবার খারাপ কথা আসেনা। শালা দালালেরা একবার বুকে হাত দিলে বল.. এমন ৫% ভোট নিয়ে জোর করে খালেদা জিয়া ক্ষমতা ধরে রাখলে শেখ হাসিনা কি করতো? যেখানে কারও জনসভা করার অধিকার নেই, রাজপথে মিছিল মিটিং করার অধিকার নেই, বৃদ্ধা বয়সে ৩ বারের প্রধানমন্ত্রীকে অবরুদ্ধ করে রাখা হয়েছে সেখানে সাহস করে একবার বলুন “মাননীয় প্রধানমন্ত্রী দয়া করে জন দুর্ভোগ আর বাড়াবে না, এবার নিরপেক্ষ নির্বাচন দিন” দেখি কত বড় বাপের বেটা আপনি?
৭| ১০ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৩৫
হাবিবুর রাহমান বাদল বলেছেন: প্রািন্ত বলেছেন: এইসব পোষ্ট দেখলে আমার মাথা গরম হয়ে যায়। মুখে খিস্তি খেয়ুর চলে আসে। কিন্ত আমার মুখ দিয়ে আবার খারাপ কথা আসেনা। শালা দালালেরা একবার বুকে হাত দিলে বল.. এমন ৫% ভোট নিয়ে জোর করে খালেদা জিয়া ক্ষমতা ধরে রাখলে শেখ হাসিনা কি করতো? যেখানে কারও জনসভা করার অধিকার নেই, রাজপথে মিছিল মিটিং করার অধিকার নেই, বৃদ্ধা বয়সে ৩ বারের প্রধানমন্ত্রীকে অবরুদ্ধ করে রাখা হয়েছে সেখানে সাহস করে একবার বলুন “মাননীয় প্রধানমন্ত্রী দয়া করে জন দুর্ভোগ আর বাড়াবে না, এবার নিরপেক্ষ নির্বাচন দিন” দেখি কত বড় বাপের বেটা আপনি।
৮| ১০ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৪১
হাবিবুর রাহমান বাদল বলেছেন: দাদা পেমেন্ট পেয়েছেন তো? কিভাবে পেমেন্ট পান লেখা হিসাবে না মাসিক ভিত্তিতে।
©somewhere in net ltd.
১|
১০ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:১৮
খেলাঘর বলেছেন:
খালেদা শুনবে না; তবে, হাসিনাও সেটার জন্য কেয়ার করে না; আসলে অন্য বাংলাদেশীরাও এসব নিয়ে মাথা ঘামায় না।