![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশের ৬১ জেলার ১৩৯ উপজেলা এবং ৫০০ ইউনিয়নসহ মোট ৬৩৯ নতুন ভূমি অফিস নির্মাণসহ ৭ প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এ সব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় হবে ৩ হাজার ৫১১ কোটি ৬৯ লাখ টাকা। দেশে বিদ্যমান উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসগুলো অতি পুরাতন ও জরাজীর্ণ। ফলে জমির রেকর্ড ব্যবস্থাপনা যথাযথভাবে সংরক্ষণ করা সম্ভব হচ্ছে না। ইতোমধ্যেই পাঁচটি পর্যায়ে দেশের মোট ৩৪৫টি উপজেলা এবং এক হাজার ১৪টি ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ কাজ শেষ হয়েছে। এর ধারাবাহিকতায় ষষ্ঠবারের মতো এ সংক্রান্ত প্রকল্পটি একনেকে অনুমোদন দেয়া হয়েছে।
অনুমোদিত ভূমি অফিস নির্মাণ প্রকল্পে ষষ্ঠ পর্যায়ের এ অংশ বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৫৩৭ কোটি ২৫ লাখ টাকা। ইতোমধ্যেই ১৯৮৫ সালের জুলাই থেকে ২০১২ সালের জুন পর্যন্ত ৫টি পর্যায়ে উপজেলা ও ইউনিয়ন মিলে মোট এক হাজার ৩৫৯টি ভূমি অফিস নির্মাণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ষষ্ঠ পর্যায়ে দেশের ৬১টি জেলার উপজেলা ও ইউনিয়ন মিলে মোট ৬৩৯টি ভূমি অফিস নির্মাণের জন্য ৫৯৬ কোটি ১২ লাখ টাকা ব্যয়ে একটি প্রকল্প প্রস্তাব করা হয়েছিল পরিকল্পনা কমিশনে। এটি বাস্তবায়িত হলে একদিকে যেমন ভূমি প্রশাসন ব্যবস্থার উন্নয়ন ঘটবে, তেমনি জনগণ উন্নত সেবা পাবে।
©somewhere in net ltd.