নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিই মেঘদূত

আমিই মেঘদূত › বিস্তারিত পোস্টঃ

সরকারের সঠিক দিকনির্দেশনায় এগিয়ে যাচ্ছে কৃষি খাত

০৭ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:৫৪

বাংলাদেশের কৃষিখাত অত্যন্ত দ্রুততার সঙ্গে এগিয়ে যাচ্ছে। কৃষিখাতে উৎপাদিত পণ্যের রফতানির লক্ষ্যে প্রমোশন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশের কৃষি খাতের উন্নয়নের জন্য নতুন নতুন প্রযুক্তি ও জ্ঞানের ব্যবহার নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। বাংলাদেশে ইতোমধ্যে খাদ্যে নিরাপত্তা নিশ্চিত হয়েছে। নিজেদের নিরাপত্তা নিশ্চিত করে আমরা আন্তর্জাতিক বাজারে চাল, আলুসহ অন্যান্য কৃষিজাত পণ্য রফতানিও করছি। এদেশ থেকে ভাল মানের অর্গানিক শাক-সবজি ও ফলমূল ইতোমধ্যে আন্তর্জাতিক বাজারে রফতানি হচ্ছে। এ খাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করার জন্য পণ্যের বহুমুখীকরণের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে নিজেদের অবস্থান সুদৃঢ় করার লক্ষ্যে ব্যবস্থা নিতে হবে। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে নিজেদের সক্ষমতা ও সেই সঙ্গে খাদ্য নিরাপত্তা অর্জনের জন্য নতুন নতুন প্রযুক্তি অবলম্বনে সহায়তা করবে। কৃষক বাঁচলে দেশ বাঁচবে, এই নীতিতে বিশ্বাসী বর্তমান সরকার। সরকারের সঠিক দিকনির্দেশনায় দেশ আরও সামনের দিকে এগিয়ে যাবে এটাই আমাদের প্রত্যাশা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.