![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাম্পার ফলনে এবার রাজশাহী অঞ্চলের আলু চাষীদের মুখে হাসি ফুটেছে। ইতোমধ্যে ক্ষেত থেকে আলু তোলার কাজে নেমে পড়েছেন রাজশাহীর কৃষক। বিঘাপ্রতি অন্তত ২০ হাজার টাকা অতিরিক্ত মুনাফা পাচ্ছেন প্রান্তিক চাষীরা। মৌসুমের শুরুতেই আলুর ভাল দামে এ অঞ্চলের কৃষকদের মুখে দেখা দিয়েছে হাসির রেখা। এবার জেলায় আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৩৪ হাজার ৩৫০ হেক্টর। তবে তা ছাড়িয়ে আবাদ হয়েছে ৩৫ হাজার ৬০০ হেক্টর। এ পরিমাণ জমি থেকে এ বছর প্র্রায় ৭ লাখ টন আলুর উৎপাদনের সম্ভাবনা রয়েছে। অনুকূল আবহাওয়া, বীজ, সার ও মড়ক না থাকায় এবার আলু বাম্পার ফলন হচ্ছে। আর মৌসুমের শুরুতেই আলুর দাম ভাল থাকায় কয়েক বছর পর আলুতে লাভের মুখ দেখছেন চাষীরা। মাঠে এখন প্রতি বস্তা আলু বিক্রি হচ্ছে ৯২০ টাক। সময় মতো সার ভাল বীজ, সঠিক পরিচর্যা, সার ও কীটনাশক ব্যবহার এবং আবহাওয়া অনুকূলে থাকায় উৎপাদন বৃদ্ধি পেয়েছে।
©somewhere in net ltd.