![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আরও এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হচ্ছে আগামী জুনের মধ্যে। এর মধ্য দিয়ে নতুন করে সাতটি বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে আসছে। যাতে করে দেশে বিদ্যুতের প্রকৃত উৎপাদন ক্ষমতা ১১ হাজার ছাড়িয়ে যাবে। ইতোমধ্যে আশুগঞ্জে একটি বিদ্যুৎ কেন্দ্র পরীক্ষামূলকভাবে উৎপাদন শুরু করেছে। একই স্থানে আরও একটি কেন্দ্র চলতি মাসের শেষ দিকে পরীক্ষামূলক উৎপাদন শুরু করবে। এছাড়া তিনটি বিদ্যুৎ কেন্দ্রর নির্মাণ কাজ শেষ হয়েছে। অন্য দুটির কাজ একেবারে শেষ পর্যায়ে রয়েছে। গ্রীষ্মকে সামনে রেখে সরকার এসব বিদ্যুৎ কেন্দ্র দ্রুত উৎপাদনে আনার নির্দেশ দিয়েছেন। চলতি বছর গ্রীষ্মে সাড়ে আট হাজার মেগাওয়াট সরবরাহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বিদ্যুৎ এর চাহিদা সাড়ে আট হাজার মেগাওয়াটের মধ্যে সীমাবদ্ধ থাকলে কোন লোডশেডিং হবে না। বর্তমানে দেশের বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদনের ক্ষমতা ১০ হাজার ৮৬৮ মেগাওয়াট। এখন দেশের কোথাও লোডশেডিং হচ্ছে না। তবে কোন কোন এলাকায় পল্লী বিদ্যুতের নিজস্ব বিতরণ ব্যবস্থার সমস্যায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছে। সেদিন আর দূরে নয় যেদিন বাংলাদেশ নিজেদের চাহিদা মিটিয়ে বহির্বিশ্বে বিদ্যুৎ রপ্তানি করতে পারবে।
©somewhere in net ltd.