নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিই মেঘদূত

আমিই মেঘদূত › বিস্তারিত পোস্টঃ

সম্ভাবনার সেরা দশে বাংলাদেশ

৩০ শে মার্চ, ২০১৫ বিকাল ৪:৫৩



অর্থনৈতিকভাবে বিশ্বের সম্ভাবনাময় সেরা ১০টি দেশের তালিকায় উঠে এসেছে বাংলাদেশের নাম। অর্থনৈতিকভাবে শক্তিশালী ব্রিকস (ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চীন ও সাউথ আফ্রিকা) রাষ্ট্রগুলোকে পেছনে ফেলে বিশ্বের যে ১০টি দেশ উঠে আসছে তার মধ্যে বাংলাদেশ অন্যতম। ফ্রান্সের এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গত মার্চে এই গবেষণা প্রতিবেদনটি প্রকাশ করে ফ্রান্সভিত্তিক বাণিজ্যিক ঋণ ও বিমা গ্রুপ কোফেইস। সংস্থাটি তাদের গবেষণায় বলেছে, ১০ বছর ধরে শক্তিশালী প্রবৃদ্ধির পর ব্রিকসের ৫টি দেশ ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার প্রবৃদ্ধি কমতে শুরু করেছে। চলতি অর্থবছরে ব্রিকসের জিডিপি গত এক দশকের চেয়ে ৩ দশমিক ২ শতাংশে কমে যেতে পারে। একই সময়ে বাংলাদেশসহ সম্ভাবনাময় ১০টি দেশ তাদের অর্থনৈতিক অগ্রগতি ধরে রাখতে সক্ষম হয়েছে। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস)-এর রিসার্স ডিরেক্টর ড. জায়েদ বখ্ত বলেন, তারা যে প্রতিবেদনটি করেছে সেটি ঠিক আছে। কিছু সীমাবদ্ধতা থাকলেও অর্থনৈতিকভাবে আমাদের রয়েছে বিপুল সম্ভাবনা। সামাজিক ক্ষেত্রেও আমাদের অনেক অগ্রগতি রয়েছে। বিশেষ করে সহস্রাব্দের লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জনে বাংলাদেশ সঠিক পথে রয়েছে। তবে এ সম্ভাবনা কাজে লাগানোর জন্য প্রয়োজন দক্ষ রাজনৈতিক নেতৃত্ব। যদি প্রতিটি ক্ষেত্রে সুশাসন কায়েম করা যায় তবে আমাদের যে দুর্বলতাগুলো রয়েছে সেগুলো দূর করতে সময় লাগবে না। আর তখনই অর্থনীতির সুফল ঘরে তোলা যাবে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ৩০ শে মার্চ, ২০১৫ বিকাল ৪:৫৮

আবদুর রব শরীফ বলেছেন: ভাল লাগলো...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.