নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিই মেঘদূত

আমিই মেঘদূত › বিস্তারিত পোস্টঃ

নিজস্ব চাহিদা মিটিয়ে সরকারী উদ্যোগে প্রথমবারের মতো চাল রপ্তানি

০৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৪২

সরকারী উদ্যোগে প্রথমবারের মতো রফতানির সাড়ে ১২ হাজার টন চাল নিয়ে শ্রীলংকার উদ্দেশে চট্টগ্রাম ছেড়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) একটি জাহাজ। ভারতেও চাল রফতানির চিন্তা-ভাবনা চলছে। ইতোমধ্যে ভারত থেকে ৩০ হাজার টন চাল রফতানির একটি প্রস্তাব এসেছে। এ প্রস্তাব নিয়ে চিন্তা ভাবনা চলছে। দেশে খাদ্যের পর্যাপ্ত মজুদ থাকার প্রেক্ষাপটে সরকার চাল রফতানি বাড়ানোর চিন্তা ভাবনা চলছে। সাড়ে ১২ হাজার টন চাল নিয়ে বিএসসির জাহাজ এমভি বাংলার কাকলি শ্রীলংকার কলম্বোর উদ্দেশে যাত্রা করেছে। খাদ্য বিভাগীয় স্বাধীনতা পরবর্তী সময়ে সরকারী উদ্যোগে এটাই বিদেশে চাল রফতানির প্রথম ঘটনা। দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করার কারণে রফতানির পথে পা দিয়েছে। শ্রীলংকা আপাতত ২৫ হাজার মেট্রিক টন মোটা সিদ্ধ চাল আমদানি করবে। সাড়ে ১২ হাজার টনের চালানটি এটির অংশ। আগামী মাসের প্রথম সপ্তাহে আরও সাড়ে ১২ হাজার টন চাল শ্রীলংকায় যাবে। পুরো ৫০ হাজার টন চাল রফতানি হলে বাংলাদেশ বৈদেশিক মুদ্রায় পাবে ১৮০ কোটি টাকা। বর্তমানে দেশে খাদ্য মজুদের পরিমাণ ১২ লাখ টন। উদ্ধৃত্ত রয়েছে এক লাখ টনেরও বেশি। এ অবস্থায় সরকার শ্রীলংকার পর ভারতে চাল রফতানির একটি প্রস্তাব পাওয়ার পর তা নিয়ে চিন্তা ভাবনা করছে। দেশে খাদ্যের চাহিদা অনুযায়ী মজুদ পরিমাণ ঠিক রেখে উদ্ধৃত্ত থেকে রফতানির চিন্তা ভাবনা জোরালোভাবে চলছে যা আমাদের অর্থনীতিকে আরও গতিশীল করবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.