![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দক্ষ খেলোয়াড় তৈরি এবং যুব সমাজের শারীরিক ও মানসিক উন্নয়নে সারা দেশের সব উপজেলায় মিনি স্টেডিয়াম তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। প্রাথমিকভাবে ৪৮৯টি উপজেলায় ৪৯০টি খেলার মাঠকে স্টেডিয়ামে রূপান্তর করতে প্রাথমিক সুবিধাসম্বলিত অবকাঠামো নির্মাণ করা হবে। এ লক্ষ্যে ১২৩ কোটি টাকা ব্যয়ে ‘উপজেলা পর্যায়ে স্টেডিয়ামের প্রাথমিক অবকাঠামো নির্মাণ’ প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। গতকাল রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন দেয়া হয়েছে। বর্তমান সরকারের সহযোগিতায় দেশের প্রত্যেক উপজেলায় কমপক্ষে একটি করে খেলার মাঠ উন্নয়নের জন্য ১২৩ কোটি ১৮ লাখ টাকার এই প্রকল্পটি হাতে নেয়া হয়েছে। পুরোপরি সরকারি অর্থায়নের এ প্রকল্পটি জুলাই ২০১৪ থেকে জুন ২০১৬ মেয়াদে যুব ও ক্রীডা মন্ত্রণালয়ের আওতায় জাতীয় ক্রীড়া পরিষদ বাস্তবায়ন করবে। এসব মিনি স্টেডিয়াম তৈরি করার জন্য স্কুল-কলেজের মাঠ ব্যবহার করা হবে না। কারণ স্কুল-কলেজের মাঠ ব্যবহার করলে শিক্ষার্থীদের ক্লাসের সমস্যা হবে। তাই সরকার উপজেলার উপযুক্ত কোনো জায়গায় এ স্টেডিয়াম তৈরি করবে। এই ধরনের উদ্যোগ সত্যিই ভবিষ্যৎ প্রজন্মকে ভাল লক্ষ্য অর্জনে সক্ষম হবে, পাশাপাশি প্রশংসা কুড়াবে এ সরকার প্রজন্মের পর প্রজন্মের কাছে।
২| ০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:১৮
হোসেন মালিক বলেছেন: হ রে ভাই
©somewhere in net ltd.
১|
০৮ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:২৫
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
নি:সন্দেহে এটি একটি ভাল উদ্যোগ।