![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খালেদা জিয়া বিএনপিকে নিয়ে যে ‘মারি না হয় মরি’ লাইন নিলেন, সেখান থেকে ফিরবেন কী করে? সরকার পতন ছাড়া ঘরে ফিরবেন না বলে পণ করেছিলেন, তার কী হবে? এ বিষয়ে পুরোনো ওই কৌতুকটি আবার বলা যায়। এক বেকার যুবক সার্কাস তাঁবুর সামনে একটা নোটিশ ঝোলানো দেখতে পেল: যে ব্যক্তি ১০০ ফুট খুঁটির ওপর উঠে নিচের জালে লাফিয়ে পড়তে পারবে, তাকে দেওয়া হবে ৫০ হাজার টাকা। বেপরোয়া যুবক ভাবল, এ আর এমন কী? খুঁটিটায় তেল মাখানো ছিল না, তাই উঠতে বেগ বা আবেগ কিছুই পোহাতে হলো না। কিন্তু সমস্যা বাধল ওঠার পরে। অত ওপরে উঠে নিচে তাকিয়ে তার যে মাথা ঘোরায়! কিছুতেই তার সাহস হয় না। ওদিকে রিংমাস্টার চেঁচাচ্ছেন, ‘লাফ দে ব্যাটা, লাফ দে।’ কিসের লাফ আর কিসের টাকা! যুবকটির থরথর উত্তর, ‘আমি লাফ দিতাম চাই না, আমারে এহন নামাইব ক্যাডা?’ যেখানেই উঠে বসুন, নামার ব্যবস্থাটা করে রাখুন।খালেদা জিয়া ঘর ছেড়ে দলীয় দপ্তরে ঘাঁটি গেড়ে আপসহীনতার যে তুঙ্গে উঠেছিলেন, সেখান থেকে নামা আসলেই কঠিন ছিল। বিরোধী দল সংঘাতের পথ থেকে দুই পা পিছিয়ে এক পা এগোল নির্বাচনে অংশ নিয়ে।বিএনপিরও ভাবা দরকার, হরতাল-অবরোধ দিয়ে অচলাবস্থা সৃষ্টি করে রাখার চূড়ান্ত ক্লাইমেক্সে কোনো অজানা শক্তি ‘দম মওলা’ বলে ঝাঁপিয়ে পড়ে সরকারকে উৎখাত করে তাদের গদিতে বসাবে না। মানুষকে না জাগিয়ে নিজে অতিজাগ্রত হওয়ার ফল তো অনেক প্রাণের মূল্যে শোধ করতে হলো। বিএনপির নেতৃত্ব জনগণের থেকে বেশি ছুটতে গিয়ে একা হয়ে পড়েছেন, এটা আর অস্বীকার করার জো নেই।
©somewhere in net ltd.
১|
১০ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:১২
নতুন বলেছেন: যেই মানুষ গুলি মারা গেলো তাদের কি হবে?