| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুনাম বা গৌরব অর্জন খুব কঠিন কাজ এবং কষ্টসাদ্য ব্যাপার। এটা তিলে তিলে অর্জন করতে হয়, দিতে হয় প্রচুর শ্রম ও মেধা শক্তি কিন্তু তা আবার মাত্র অল্প সময়েই ধবংস হয়ে যেতে পারে। এটা যেমন ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য ঠিক তেমনিভাবে দলের ক্ষেত্রে ও প্রযোজ্য। ব্যক্তি হিসেবে কেউ যদি সারা জীবন সততার সাথে সঠিকভাবে কর্তব্য পালন করে তবেই ব্যক্তি হিসাবে সুনাম বা গৌরব অর্জন সম্ভাব। ঠিক একইভাবে একটা দলকে ও সুনাম বা গৌরব অর্জন করতে হয়। আজ যদি আমরা একটা বড় দল বিএনপির কথা চিন্তা করি, তাহলে কি দেখতে পাই, এই দলটি যেভাবেই জন্ম লাভ করুক না কেন, অনেক ত্যাগ, কষ্ট ও শ্রমের মাধ্যমে বিভিন্ন ভাঙ্গা-গড়ার ভিতর দিয়ে একটা অবস্থান তৈরি করেছিল কিন্তু সম্প্রতিককালে তাদের কিছু বিতর্কিত কর্মকান্ডে এবং জামাত সংল্লিষ্টতা তাদেরকে প্রশ্নের মুখোমুখি দাড় করায় এবং পেট্রোল বোমা হামলা সহ জ্বালাও পোড়াও এর মতো কিছু কর্মকান্ড তাদেরকে আস্তাকুড়ে ঠেলে দেয়, তাদের গ্রহণ যোগ্যতা নেমে আসে শুন্যের কোঠায়, বর্তমানে তাদেরকে মানুষ আর ভালভাবে দেখতে পারে না। এমতাবস্থায় বিএনপি নেত্রী সিটি কর্পোরেশন নির্বাচনে প্রচারে নামলে ও মানুষ আর তা ভালভাবে গ্রহণ করতে পারছে না। ফলশ্রুতিতে বিএনপি নেত্রীর প্রচার অভিযানের উপর হামলা হচ্ছে, এ অবস্থায় উন্নতির জন্য বিএনপি এবং বিএনপির নেত্রীকে তাদের হারানো গৌরব পুরঃরুদ্ধার করতে হবে। জনগণের ভাষা বুঝতে হবে, বিশ্বাস করতে হবে অরাজকতা করে সগৌরবে আর যা হোক রাজনীতি করা যায় না। তাই এখন ও সময় আছে, বিএনপিকে স্বাভাবিক রাজনীতির ধারায় ফিরে আসতে হবে। জনগণের আস্তা অর্জন করতে হবে। তাহলেই হারানো গৌরব পুর্ণঃরুদ্ধার করা সম্ভাব হবে।
©somewhere in net ltd.
১|
২৩ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:১০
এ কে এম রেজাউল করিম বলেছেন:
সুনাম বা গৌরব অর্জন খুব কঠিন কাজ এবং কষ্টসাদ্য ব্যাপার। এটা তিলে তিলে অর্জন করতে হয়, দিতে হয় প্রচুর শ্রম ও মেধা শক্তি কিন্তু তা আবার মাত্র অল্প সময়েই ধবংস হয়ে যেতে পারে। এটা যেমন ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য ঠিক তেমনিভাবে দলের ক্ষেত্রে ও প্রযোজ্য।
সহমত!!!