![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরিবেশের ভারসাম্য রক্ষা ও দারিদ্র্য বিমোচনে ১০ বছর মেয়াদী প্রকল্পে তিস্তা ও বুড়ি তিস্তা নদীর অববাহিকা অঞ্চলের নদীভাঙন রোধে বনায়ন কর্মসূচী এখন মডেল হয়ে গড়ে উঠছে। দশ কিলোমিটার এলাকাজুড়ে ৩০ প্রজাতির গাছের সমারোহে সবুজে ছেয়ে গেছে নীলফামারীর জলঢাকা ধর্মপাল ইউনিয়নের গড় ধর্মপাল এলাকা। সরকারের পরিবেশ ও বন মন্ত্রণালয়ের জলবায়ু পরিবর্তন ট্রাস্টি বোর্ড ও পিকেএসএফ’র অর্থায়নে ‘তিস্তা বহুমুখী সমাজকল্যাণ সংস্থা’ এই সামাজিক বনায়ন প্রকল্পটি বাস্তবায়ন করছে। ২০১১ সালে জলঢাকা উপজেলার ধর্মপাল ও গোলনা ইউনিয়নে ২৫ লাখ টাকা ব্যয়ে ৩৬ দশমিক ৮৮ কিলোমিটার এলাকাজুড়ে ৩৬ হাজার ৮০০ গাছ লাগানোর লক্ষ্যমাত্রা ধরা হয়। প্রকল্পটি শতভাগ সফল হলে ৫৫ শতাংশ অর্থ সুবিধাভোগীদের মাঝে বিতরণ করে দারিদ্র্য বিমোচনে সহায়ক ভূমিকা রাখা হবে। একদিকে জলবায়ুর বিরূপ প্রভাব রোধের পরিকল্পনা অপরদিকে দারিদ্র্য বিমোচনে কাজ করছে প্রকল্পটি।
©somewhere in net ltd.