নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিই মেঘদূত

আমিই মেঘদূত › বিস্তারিত পোস্টঃ

বর্তমান সরকার নাস্তিকদের দল নয়, এটি সব ধর্মের- মানুষের রাজনৈতিক দল

১৮ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:৩৮


সকল ধর্মের সমান অধিকার নীতিতে বিশ্বাসী বর্তমান সরকার আস্তিক ও ধর্মবিশ্বাসী মানুষের সংগঠন। এ দেশের নাস্তিকতা, খোদাদ্রোহিতা ও রাসূল (সা.) বিদ্বেষের হোতারা ক্ষিপ্ত হয়ে উঠেছে। অথচ এ দেশের ধর্মদ্রোহী ব্লগাররাই তাদের উস্কানিমূলক লেখা, আল্লাহ-রাসূল (সা.), ইসলাম ও মুসলমান বিরোধী কটূক্তির মাধ্যমে কথিত জঙ্গীবাদ ও উগ্রতাকে হাওয়া দিচ্ছে। কিছু কুলাঙ্গার অজ্ঞাত খুনীর হাতে প্রাণ দেয়ার ঘটনা থেকে নাস্তিকরা এ কথা প্রমাণ করতে চাইছে যে, এসব হত্যা সরকারের গ্রীন সিগন্যাল বা সম্মতিতেই হচ্ছে। আর এক শ্রেণীর অসভ্য বুদ্ধিজীবী বিনা কারণেই শান্তিপ্রিয় ধর্মপ্রাণ নাগরিক ও নিরীহ আলেম-ওলামাকে এসবের জন্য দায়ী করার অপচেষ্টাও চালাচ্ছে। বাংলাদেশ মুক্তচিন্তার দেশ। এখানে সাম্প্রদায়িকতা বলতে কিছুই নেই। সম্প্রীতির জন্য যুগ যুগ ধরে এ দেশ সারাবিশ্বে প্রশংসিত হয়ে এসেছে। শতকরা ৯২ ভাগ মানুষের ধর্ম-বিশ্বাস নিয়ে ছিনিমিনি খেলছে। এ দলে সকল ধর্মের লোক আছেন। বর্তমান সরকার নাস্তিকদের দল নয়, এটি সব ধর্মের মানুষের রাজনৈতিক দল। সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করাই ধর্মনিরপেক্ষ ব্যবস্থার মূলকথা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.