![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক গণকবরের আশপাশ থেকে অনুজার (২৮) নামের এক বাংলাদেশিকে জীবিত উদ্ধার করেছে থাই পুলিশ। অনুজার বলেন,‘আমরা যারা মুক্তিপণ দিতে পারিনি, তাদের এখানে আটকে রাখা হয়েছিল। আমরা বাঁচি না মরি, সেদিকে তাদের (পাচারকারীদের) কোনো নজর ছিল না। আমাদের অধিকাংশকে মারধর বা নির্যাতন করা হতো। ঠিকমতো খাবার বা পানি কখনোই পাইনি। গোসলের সুযোগ হতো কদাচিৎ। অনুজার আরও বলেন, এই বন্দিশিবিরে যারা মারা গেছেন, তাদের মধ্যে ১০ জন ছিলেন বাংলাদেশি ও অন্তত ৩০ জন রোহিঙ্গা এবং আরও কিছু সংখ্যক অন্যান্য দেশের। আটজন দালাল এই শিবির নিয়ন্ত্রণ করত। দালালদের কেউ ছিল রোহিঙ্গা ও কেউ মালয়েশীয়। কক্সবাজার থেকে অপহরণের পর তাকে জোরপূর্বক কয়েক বাংলাদেশি ও রোহিঙ্গার সঙ্গে নৌকায় তুলে দেওয়া হয়। পরে থাইল্যান্ডের এক বন্দিশিবিরে এনে পাচারকারীরা তাকে দিয়ে বাড়িতে ফোন করিয়ে মুক্তি পণ চায়।
©somewhere in net ltd.
১|
২৬ শে মে, ২০১৫ বিকাল ৩:৪২
ঝড়ো হাওয়া বলেছেন: খুবই ভয়ানক