নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিই মেঘদূত

আমিই মেঘদূত › বিস্তারিত পোস্টঃ

২৪০০ টন ক্ষমতার জার্মানি হ্যামার এখন পদ্মার পাড়ে। বিশাল নির্মাণযজ্ঞ দেখে মনে হচ্ছে সেতুটি এবার বাস্তবে রূপ নিতে যাচ্ছে

২৮ শে মে, ২০১৫ বিকাল ৩:৩৬


প্রায় আড়াই হাজার টন ক্ষমতা সম্পন্ন জার্মানি হ্যামার পদ্মা সেতুর মূল পাইলিং কাজের জন্য মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তে মাঝ পদ্মায় নোঙরে করেছে। বহুল প্রত্যাশিত পদ্মা সেতুর পাইলিংয়ের জন্য ২৪০০ টনের ক্ষমতা সম্পন্ন বিশ্বের সবচেয়ে বড় হ্যামারটি এখন মাওয়ার মাঝ পদ্মায় পাইলিং কাজের জন্য প্রস্তুত। গত কয়েক দিন আগে মংলা নৌবন্দর থেকে মাওয়ার উদ্দেশে এটি রওনা হয়। আগামী ১ জুলাই থেকে এর ব্যবহার শুরু হবে এবং অক্টোবরে মূল পাইলিং কাজের উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মা সেতুর সব কাজ শিডিউল অনুযায়ী অত্যন্ত সুচারুরূপে এগিয়ে চলছে। শিডিউল অনুযায়ী পিছিয়ে নেই বরং এগিয়ে আছে এর কাজ। মুন্সীগঞ্জের মাওয়ায় পদ্মা সেতুর কাজে ব্যবহারের জন্য আসা জার্মানি হ্যামারটি দেখার পর সাধারণ জনগণ আনন্দ করতে থাকে। পদ্মা সেতুর মূল পাইলিং কাজ এখন শুধু সময়ের ব্যাপার। স্বপ্নের পদ্মা সেতু এবার বাস্তবে রূপ নিতে যাচ্ছে। শত শত শ্রমিক আর প্রকৌশলীর অক্লান্ত পরিশ্রমে ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে মূল সেতু নির্মাণকাজ। সরেজমিন বিশাল নির্মাণযজ্ঞ দেখে এমনটিই প্রতীয়মাণ হয়েছে।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৮ শে মে, ২০১৫ বিকাল ৪:৪১

কলাবাগান১ বলেছেন: এই খবরের উপর একজনের কমেন্ট
link

"এতো কিছুর পরও প্রথম আলোর সাংবাদিকরা পদ্মা সেতুর কোন নির্মান কাজ দেখতে পান না।কয়েক দিন আগে প্রথম আলো এক সংবাদিক আক্ষেপ করে লিখেছে যদি পদ্মা সেতু হয় তবে, মওয়া ফেরি ঘাট বন্দ হয়ে যাবে, তাতে করে ফেরি ঘাটের হোটেলে "ইলিশ মাছ ভাজা" খাওয়া বন্দ হয়ে যাবে। তাই ইলিশ মাছ ভাজা খাওয়ার জন্য সেতু না হওয়াই ভালো। হায়রে প্রথম আলো ... কোন পথে চলছে পত্রিকাটি।"

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.