![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) সারাদেশে নতুন উদ্যোক্তা সৃষ্টি করতে দেশের সকল জেলায় পরিকল্পিত বিশেষ শিল্প জোনে ১৬০০ নতুন শিল্প ইউনিট প্রতিষ্ঠা করবে। দেশের সকল জেলায় পর্যায়ক্রমে বিশেষ জেলা শিল্প জোন প্রতিষ্ঠা করা হবে। বাংলাদেশে বাণিজ্য সুবিধা দেখতে চীনের ৩৫ সদস্যের একটি বাণিজ্য প্রতিনিধিদল আগামী ২৫ জুন ঢাকা আসছে। এই বিশেষ জোন করার জন্য প্রতিটি জেলায় কমপক্ষে পাঁচ একর জমির প্রয়োজন হবে। এই জমির জন্য ইতোমধ্যেই প্রাথমিক কাজ শুরু হয়েছে। প্রতিটি জোনে নারী উদ্যোক্তাসহ ৬টি উদ্যোক্তা থাকবে। এ প্রক্রিয়ায় দেশে ১৬০০ নতুন শিল্প ইউনিট গড়ে তোলার ক্ষেত্রে সহায়ক হবে। এতে আগামী পাঁচ বছরের মধ্যে সারাদেশে কমপক্ষে ৩৮৪ নতুন উদ্যোক্তা সৃষ্টি হবে। এদের বেশির ভাগই হবে নারী উদ্যোক্তা। পরিকল্পিত জেলা শিল্প জোনে বিনিয়োগ করতে তারা বিদেশী বিনিয়োগকারীদের উৎসাহিত করবে। ইতোমধ্যেই বেশ কিছুসংখ্যক চীনা শিল্পপতি তাদের শিল্প ইউনিটগুলোকে জেলা শিল্প জোনে স্থানান্তরে আগ্রহ প্রকাশ করেছে। এফবিসিসিআই বাংলাদেশে চীনের বিনিয়োগ বৃদ্ধি করতে চীনের বিনিয়োগকারীদের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। দশটি নতুন শিল্প ইউনিটের মধ্যে পাঁচটি এ বছরেই প্রতিষ্ঠিত হবে। বরিশাল ও রাজশাহী থেকে যাত্রা শুরু হবে। সরকারের পরিকল্পনায় এফবিসিসিআইয়ের জেলা কমিটি নতুন শিল্প ইউনিট বাস্তবায়ন করবে।
©somewhere in net ltd.