![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নারী জঙ্গীদের ইউনিটটি গঠন করেছে নিষিদ্ধ ঘোষিত হিযবুত তাহরীর। পবিত্র রমজান মাসে তারা বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের দাওয়াত দেয়। ধর্মের নামে উন্মাদনা সৃষ্টির মাধ্যমে অপব্যাখ্যা ও বিভ্রান্তি ছড়ানোর জন্য দাওয়াত দেয়ার নামে মাঠে নামানো হয়েছে নারী জঙ্গী ইউনিটকে। এ জন্য তারা বেছে নিয়েছে পবিত্র রমজান মাসকে। বোরকা পরিহিত অবস্থায় নারী জঙ্গীদের দাওয়াতি টিমের মহিলা সদস্যরা দাওয়াত দিতে বের হয়। মুখে থাকে হিজাব পরিহিত। তাদের বোরকার ভেতরে থাকে প্রচারপত্র, হ্যান্ডবিল ইত্যাদি। এতে ইসলাম বা ধর্মের দাওয়াত দেয়ার নামে সরকারবিরোধী প্রচার করে নারী জঙ্গীদের ইউনিট। সরকারকে ইসলামবিরোধী ইত্যাদি অপপ্রচার করে বাড়ির গৃহিণীদের বিভ্রান্ত করছে নারী জঙ্গীদের দাওয়াতি টিম। বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদ্রাসা থেকে মহিলাদের নিয়ে গঠন করা হয়েছে নারী জঙ্গীদের ইউনিট। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের মেধাবী ছাত্রীদের কিভাবে দলে অন্তর্ভুক্ত করা যায়, সেই লক্ষ্যে একটি ‘দাওয়াতি টিম’ মাঠ পর্যায়ে কাজ করছে। হিযবুত তাহরীর নারী জঙ্গীদের দাওয়াতি টিমের অনেক সদস্যই রাজধানী ঢাকার চেয়ে জেলা ও উপজেলা শহর ও গ্রাম-গঞ্জকে বেছে নিয়েছে। বিশেষ করে শহরের চেয়ে গ্রামের মেয়েদের মগজ ধোলাই করা সহজ এবং নিরাপদ ও সুবিধাজনক। প্রতি সপ্তাহেই রাজধানীসহ দেশের কোথাও না কোথাও সংগঠনটির কর্মীরা জড়ো হচ্ছে। শুধু জড়ো হচ্ছে এমন নয়, তারা মিছিল ও সমাবেশ করার চেষ্টাও অব্যাহত রেখেছে। সংখ্যায় কম হলেও তারা সংক্ষিপ্ত সমাবেশ ও প্রচারপত্র বিলি করে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই দ্রুত সটকে পড়ছে। প্রায়শ সংগঠনটির পোস্টারও চোখে পড়ে বিভিন্ন স্থানের দেয়ালে। নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠনের উদ্যোগে প্রকাশিত প্রচারপত্র, পোস্টার ও বিভিন্ন প্রকাশনায় সরকারের বিরুদ্ধেই সবচেয়ে বেশি বিষোদ্গার করছে হিযবুত তাহরীরের সদস্যরা। বর্তমান সরকারকে ফ্যাসিবাদী আখ্যায়িত করে উৎখাতের আহ্বান জানানো হয় এ সব প্রচারপত্রে। প্রচারপত্রে বলা হয়, সেইসব প্রভাবশালী ব্যক্তিবর্গের সঙ্গে যোগ দিন, যারা ইতোমধ্যে আমাদের সঙ্গে অঙ্গীকারাবদ্ধ হয়েছেন।
©somewhere in net ltd.