নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিই মেঘদূত

আমিই মেঘদূত › বিস্তারিত পোস্টঃ

মুক্ত বিহঙ্গের মত উড়ছে, এ যেন এক নতুন বাংলাদেশের অভ্যুদয়

০৩ রা আগস্ট, ২০১৫ বিকাল ৩:০৫


এ যেন এক বাধ ভাঙ্গা উৎসব। আনন্দে আত্মহারা। কারণ অবলুপ্ত ১১১ ছিটবাসী। উড়ছে লাল-সবুজের পতাকা। দিকে দিকে বইছে আনন্দধারা। ‘আর নয় ছিটবাসী আমরা এখন বাংলাদেশী’ শ্লোগানে মুখর ছিটমহল। বাঁধভাঙ্গা আনন্দ-উল্লাসে ভাসছেন ছিটের মানুষ। ৬৮ বছর গ্লানিকর জীবন শুক্রবার মধ্যরাতের বৃষ্টিতে ধুয়ে মুছে এখন শুচিস্নিগ্ধ। শনিবার ভোরে উঠেছে তাদের জীবনের নতুন সূর্য। পরিচয়হীন জীবনের নিগড় ছিঁড়ে এখন ওদের সামনে সমৃদ্ধ জীবনের হাতছানি। তারা আজ স্বাধীন, প্রাণ ভরে নিতে পরছে স্বাধীনতার শ্বাস। জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশনা, গান বাজনা, তোরণ সাজানো ও বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শনিবার প্রহর থেকে ছিটমহলবাসী মেতেছে মুক্তির উৎসবে। এখন থেকে ১১১ ছিটবাসী সকলেই বাংলাদেশের নাগরিক।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৩ রা আগস্ট, ২০১৫ বিকাল ৩:৩০

ছাসা ডোনার বলেছেন: আন্তরিক অভিনন্দন সকল নতুন বাংলাদেশী নাগরিকদের। আপনাদের শুভ আগমন এবং শুভেচ্ছা স্বাগতম। বিগত দিনের জ্বালাযন্ত্রনা দু:খ কস্ট ভূলে শতকোটি বাংলার মানুষের সাথে কাধে কাধ মিলিয়ে আসুন স্বপ্নের সোনার বাংলা গরার স্বপথ নেই। আপনাদের মনের বাসনা যেন পুরন হয় , সব স্বপ্ন যেন বাস্তবায়িত হয় এই কামনাই করি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.