![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাজধানীবাসীর কাছে প্রাণ খুলে দম নেওয়ার স্থান বলতে ‘বেগুনবাড়ি খালসহ হাতিরঝিল সমন্বিত উন্নয়ন’ প্রকল্পই প্রধান। প্রকল্প এলাকাটি উদ্বোধন ও জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় ২০১৩ সালের ২ জানুয়ারি। তবে এখনও সম্পূর্ণভাবে শেষ হয়নি প্রকল্পের কাজ। এ প্রকল্পের আওতায় এবার হাতিরঝিলের জলে দেখা যাবে ওয়াটার ট্যাক্সি। সঙ্গে সার্কুলার বাস ও থিয়েটারও যুক্ত হচ্ছে হাতিরঝিল প্রকল্পে। নগরবাসী হাতিরঝিলে যাতে আরও বেশি বিনোদন পায় সেই লক্ষ্যে স্বচ্ছ পানিতে চলবে ওয়াটার ট্যাক্সি। এর চারপাশে বিনোদনপ্রেমীদের যাতায়াত সুবিধা বৃদ্ধির লক্ষ্যে সার্কুলার এসি ও নন এসি বাস চালু করা হবে। একইভাবে ধানমণ্ডি লেকের রবীন্দ্র সরোবর মঞ্চের আদলে থিয়েটার নির্মাণ করা হবে, যেখানে একসঙ্গে প্রায় আড়াই হাজার দর্শনার্থী নানা ধরনের অনুষ্ঠান উপভোগ করতে পারবেন। এছাড়া ঝিলের পানির গুণগত মান ঠিক রাখার জন্য ২০টি ফোয়ারা নির্মাণ করা হচ্ছে। সরকারের এমন প্রকল্পে বিনোদনপ্রেমীরা দুর্গন্ধমুক্ত পরিবেশে হাতিরঝিলে প্রাণ খুলে ঘুরতে পারবেন এবং দৃষ্টিনন্দন হবে হাতিরঝিল।
©somewhere in net ltd.
১|
০৫ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:০৯
সুমন কর বলেছেন: আশার সংবাদ।
সরকারের এমন প্রকল্পে বিনোদনপ্রেমীরা দুর্গন্ধমুক্ত পরিবেশে হাতিরঝিলে প্রাণ খুলে ঘুরতে পারবেন এবং দৃষ্টিনন্দন হবে হাতির ঝিল।