![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সদ্য বিলুপ্ত দেশের ১১১টি ছিটমহলের ৪১ হাজার ৪৪৯ জন মানুষের জীবনমান উন্নয়নে ঋণ সুবিধা প্রদান করবে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে বাংলাদেশে অন্তর্ভূক্ত নীলফমারীর চারটি, পঞ্চগড়ের ৩৬টি, লালমনিরহাটে ৫৯টি ও কুড়িগ্রামের ১২টি ছিটবাসী এ সুবিধা পাবে। ছিটবাসীদের ঋণ গ্রহণে জাতীয় পরিচয়পত্র ও জমির প্রয়োজনীয় কাগজপত্র না থাকলেও ক্রাস প্রোগ্রাম ও বিশেষ প্রোগ্রামের আওতায় তফসিলভূক্ত বিভিন্ন ব্যাংক থেকে দ্রুত ঋণ প্রদানের নির্দেশ প্রদান করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। ঋণ সহায়তা পেতে ছিটবাসীদের নিকটবর্তী বিভিন্ন তফসিলী ব্যাংকে মাত্র ১০ টাকায় ব্যাংক হিসাব খুলতে হবে। তাছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের আওতায় প্রাথমিক বিদ্যালয় স্থাপন প্রকল্প, সমাজসেবা অধিদপ্তরের আওতায় উপকারভোগীকে বয়স্কভাতা, বিধবা ও স্বামী পরিত্যক্তা দুস্থ মহিলা ভাতা, প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি ভাতা, অসচ্ছল প্রতিবন্ধী ভাতা প্রদানের পরিকল্পনা, প্রাণি সম্পদ অধিদপ্তরের আওতায় গবাদি পশু ও হাঁস মুরগী পালনে প্রশিক্ষণ প্রদান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় কৃষক কিষাণীদের প্রশিক্ষণ, কৃষি তথ্য কেন্দ্র স্থাপন, মওসুম ভিত্তিক প্রদর্শনী স্থাপন ও কৃষক পরিবারকে কৃষি উপকরণ সহায়তা কার্ড সরবরাহ ও এলজিইডির আওতায় পাকা কাঁচা সড়ক নির্মাণসহ বিভিন্ন সরকারি বেসরকারি কর্মপরিকল্পনা সদ্য বিলুপ্ত দেশের ১১১টি ছিটমহলবাসীদের জীবনমান উন্নয়নের সফল হবে বাংলাদেশ সরকার।
©somewhere in net ltd.