![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশের বিভিন্ন খাতে উন্নয়নে পাশে থাকবে কমনওয়েলথ। বিভিন্ন ফোরামে সক্রিয় থাকায় বাংলাদেশের প্রশংসা করেছেন কমনওয়েলথ মহাসচিব। আগামীতে কমনওয়েলথভুক্ত দেশগুলোর সম্মেলনে বাংলাদেশের ভূমিকা কী হবে তা নিয়ে আলোচনা হয়েছে। চলতি বছর কমনওয়েলথ সম্মেলনে যোগ দেয়ার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানাতে এখন ঢাকায় তিনদিনের সফর করছেন মহাসচিব কমলেশ শর্মা। তিনি কমনওয়েলথ ও সংস্থার বিভিন্ন ফোরামে বাংলাদেশ কার্যকর ভূমিকা রাখায় সংস্থাটির মহাসচিব পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান। বাংলাদেশে চলমান কমনওয়েলথের বিভিন্ন প্রকল্প নিয়ে বৈঠকে আলোচনা হয়। বাংলাদেশ দরিদ্র দূরীকরণ, শিশুও মাতৃ মৃত্যুহার হ্রাস, শিক্ষা স্বাস্থ্যসহ প্রভৃতি ক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য দেখিয়ে যাচ্ছে। সামনের কমনওয়েলথ সম্মেলনে উন্নয়নশীল দেশগুলোর ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, নারী অধিকার, দারিদ্র্য বিমোচন, টেকসই উন্নয়ন, পরিবেশ উন্নয়ন এবং সমুদ্র অর্থনীতি নিয়ে ইতিবাচক সিদ্ধান্ত আসবে।
©somewhere in net ltd.