![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ‘বিচক্ষণ নেতৃত্বের’ স্বীকৃতি হিসাবে জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ পুরস্কার ‘চ্যাম্পিয়ন্স অফ দ্য আর্থ’ গ্রহণ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত রবিবার নিউইয়র্কে এক অনুষ্ঠানে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ও জাতিসংঘ পরিবেশ কর্মসূচির (ইউএনইপি) নির্বাহী পরিচালক আচিম স্টেইনার তাঁকে ‘পলিসি লিডারশিপ’ ক্যাটাগরিতে এই পুরস্কার প্রদান করেন। প্রাকৃতিক দুর্যোগের কারণে বাংলাদেশের দেশের মানুষ শিখেছে কীভাবে বাঁচতে হবে, কীভাবে লড়তে হবে। বাংলাদেশ দুর্যোগ প্রবণ দেশ ও অবকাঠামোগতভাবে অনুন্নত রাষ্ট্র হলেও অতীতের প্রাকৃতিক দুর্যোগ হতে আমাদের প্রশাসন ও জনগণ অনেক শিক্ষা গ্রহণ করেছে। দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে সাধ্যমত লাগসই প্রস্তুতি গ্রহণের ফলাফল এখন হাতেনাতে পাওয়া যাচ্ছে। গত চার দশকে বাংলাদেশ এই ক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি লাভ করেছে। এর তুলনা অন্য কোনো দেশের সঙ্গে হয় না। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় দেশ বিচক্ষণ নেতৃত্বের স্বাক্ষর রেখেছে। আর তারই ফলস্বরূপ মাননীয় প্রধান মন্ত্রী পেলেন পরিবেশ বিষয়ক সর্বোচ্চ পুরস্কার ‘চ্যাম্পিয়ন্স অফ দ্য আর্থ’। একেই বলে যোগ্য নেতার যোগ্য উত্তরসূরি।
©somewhere in net ltd.