নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিই মেঘদূত

আমিই মেঘদূত › বিস্তারিত পোস্টঃ

ছুড়ে ফেলুন আস্তাকুঁড়ে

১৩ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:০২

ষড়রিপুর তাড়নায় অসংগত লোভে মানুষের স্বাভাবিক ঔচিত্যবোধ যখন নষ্ট হয়ে যায় তখন বিবেকও তাকে আর নাড়া দেয় না। এরই জ্বলন্ত উদাহরণ আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রন কার্যালয়ের নিয়ন্ত্রক শহীদুল হক। সীমাহীন লোভে সাধারণ বিচার-বুদ্ধি লোপ পাওয়া নির্লজ্জ এই সরকারি কর্মকর্তা ঘুষ নেয়ার মত ঘৃণ্য কার্যক্রমে জড়িয়ে এখন দেশজুড়ে আলোচনার কেন্দ্রে পরিণত হয়েছেন। অব্যাহত অপকর্মে পাপের ষোলকলা পূর্ণ হওয়ায় তার সকল অনাচার এখন দিবালোকের ন্যায় স্পষ্ট। তবে সুশাসন প্রতিষ্ঠায় অংগীকারাবদ্ধ বর্তমান গণমুখী সরকারের কাছে এ ধরণের অপকর্মের কোনো প্রশ্রয় নেই বিধায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসার সাথে সাথেই তাকে প্রত্যাহার করে নেয়া হয়েছে নিজ দায়িত্ব থেকে। অতীতের সরকারগুলোর দীর্ঘদিনের কুশাসনে এখনও অনেক সরকারি কর্মকর্তা ঘুষ বাণিজ্যের মতো অপকর্মে অভ্যস্ত হয়ে আছেন বিধায় দেশের উন্নয়ন অগ্রযাত্রা প্রতিনিয়ত বাধাগ্রস্ত হচ্ছে। আসুন, আমরা সকলে মিলে এদের প্রতিহত করি। সচেতন জনতার সম্মিলিত কর্মপ্রচেষ্টায় সকল দুর্নীতিবাজ কর্মকর্তাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে গড়ে তুলি দুর্জয় প্রতিরোধ। এদেরকে আস্তাকুঁড়ে ছুড়ে দিয়ে দেশকে মুক্ত করি দুর্নীতির রাহুগ্রাস থেকে।


মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.