![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গত ৬/৭ বৎসর ধরেই মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশ বর্তমান সরকার আর আমাদের দেশের বিরুদ্ধে কাজ করছে। বিশ্ব ব্যাংক পদ্মা ব্রীজ থেকে বরাদ্ধকৃত অর্থ ছাড় না দেয়া, জিএসপি সুবিধা বাতিল, বাংলাদেশে ভিসা সুবিধা আমাদের দেশ থেকে অন্য দেশে নিয়ে যাওয়া, ওসব দেশে ভ্রমনে বাংলাদেশীদের চরম হয়রানী, বাংলাদেশে অষ্ট্রেলিয়া ক্রিকেট দলের সফর নিয়ে অহেতুক ভ্রমন সতর্কতা জারী আর বার বার অকারণে বিদেশীদের নিষেধাজ্ঞা পুনঃবহাল, বিদেশীদের ভ্রমনে অকারনে সতর্কতা জারী এবং টিপিপি চুক্তি করে আমাদের গার্মেন্টস্ শত্রু ভিয়েতনামকে প্রচুর গার্মেন্টস্ সুবিধা দিয়ে যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান, অষ্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মালয়েশিয়াসহ মোট ১১টি দেশে গার্মেন্টস্ রপ্তানী বন্ধ করে দেশের অর্থনীতি পঙ্গু করার আর বাংলাদেশ ধ্বংসের ষড়যন্ত্রে মেতে উঠেছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ইউরোপীয় বিভিন্ন দেশ ও বিদেশীদের এসব ষড়যন্ত্র বাংলাদেশ সরকারের উন্নয়নের বিরুদ্ধে। আমাদের প্রতিবেশী বিভিন্ন দেশকে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে অন্যায় সুবিধা দেওয়া কেন? আসুন আমরাও দেশের স্বার্থে এদের প্রত্যাখান করি। দেশের যেসব মুখ চেনা রাজনীতিবিদগন দেশের বিরুদ্ধে এদের নিয়ে কাজ করছে, তাদের প্রতিহত করি। যারা আমাদের প্রিয় মাতৃভূমিকে ধ্বংসের তৎপরতায় মেতে উঠছে, আসুন তাদের ঘৃণা করি।
২| ১৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:১৫
বিচার মানি তালগাছ আমার বলেছেন: অনেক ফ্যাক্টর আছে। হয়তো তাদের অনেক কথা না শোনার কারণে। যেমন - ড. ইউনুস ইস্যু, ৫ জানুয়ারীর নির্বাচন, বিশ্ব ব্যাংক নিয়ে শেখ হাসিনার কটু মন্তব্য, নিশা দেশাইকে দুই আনার মন্ত্রী বলা অনেক অনেক কারণ থাকতে পারে।
©somewhere in net ltd.
১|
১৯ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:১৫
মেরিনার বলেছেন: তারা আমাদের দেশের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে একথাটা বোধহয় ঠিক না - তাহলে আমাদের সরকারকে collapse করানোর চেষ্টা করতো তারা। কিন্তু তারা তা করেনি। তারা বরং তাদের দেশের স্বার্থে কাজ করে যাচ্ছে। যা যা করলে আমাদের সাথে লাভজনক bargain করতে পারবে এবং আমাদের squeeze করে আরো বেশী লাভ করতে পারবে, তারা তাই করছে/করবে!