![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড (সিপিজিসিবিএল) এবং সিঙ্গাপুরের কোম্পানি সেম্বকরূপ ইউটিলিটিজ প্রাইভেট লিমিটেড যৌথভাবে কক্সবাজারের মাতারবাড়িতে ৭০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হতে যাচ্ছে, ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে যা পরবর্তীতে এক হাজার ৪০০ মেগাওয়াটে উন্নীত করা যাবে। বুধবার রাজধানীর বিদ্যুৎ ভবনে এ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। আল্ট্রা সুপারক্রিটিক্যাল প্রযুক্তিতে নির্মিতব্য কেন্দ্রটি কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ এবং সেম্বকরুপ সমান ৫০ শতাংশ অর্থায়ন ও অংশীদারিত্বের ভিত্তিতে বাস্তবায়ন করবে। আগামী বছরে নির্মাণ কাজ শুরু হয়ে প্রকল্পটি শেষ হবে ২০২২ সালে যাতে বিদ্যুৎ উৎপাদন করা হবে আমদানিকৃত কয়লা থেকে। উল্লেখ্য, ইতোমধ্যে মাতারবাড়িতে ১২০০ মেগাওয়াটের কয়লাভিত্তিক অন্য একটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কাজ শুরু করেছে সিপিজিসিবিএল। টেকসই ও সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনকে গুরুত্ব দেওয়াতে দেশে এই মুহূর্তে কয়লাভিত্তিক ১০হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে। সরকারের ২০৩০ সালের মধ্যেই ২০ হাজার মেগাওয়াটের কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ভুটানে ১ বিলিয়ন ডলার বিনিয়োগ করে জলবিদ্যুৎ আমদানি করার অন্য একটি প্রকল্পও প্রায় চূড়ান্ত করা হয়েছে।
©somewhere in net ltd.
১|
১০ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৪
মাকড়সাঁ বলেছেন: Valo khobor