![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরটি সুনামের সহিত কার্যক্রম পরিচালনা করে আসছে। এই বিমানবন্দরের নিরাপত্তা আরও জোরদার এবং যুগোপযোগী করার লক্ষ্যে বর্তমান সরকার বিশেষ বাহিনী গঠনের সিদ্ধান্ত নিয়েছে। নতুন এ বাহিনীটি গঠিত হবে বিমানবাহিনী ও পুলিশসহ বিভিন্ন সংস্থার দক্ষ জনবলের মাধ্যমে, যা বিমানবন্দরের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। এই বিশেষ বাহিনীর সদস্য সংখ্যা হবে প্রায় ২৫০ জন এবং শতাধিক সদস্য থাকবে বিমানবাহিনীর। নিয়োগপ্রাপ্তদের বিমানবন্দরের নিরাপত্তা সংক্রান্ত আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ দেওয়া হবে। বিমানবন্দর দিয়ে অবৈধ বিভিন্ন পণ্যের আদান-প্রদান, মানব পাচার রোধসহ বিমানবন্দরের সার্বিক নিরাপত্তায় এয়ার পোর্ট সিকিউরিটি ফোর্স নামে গঠিত এই বিশেষ বাহিনী গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
©somewhere in net ltd.