নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিই মেঘদূত

আমিই মেঘদূত › বিস্তারিত পোস্টঃ

হজ যাত্রীদের জন্য বাড়তি সুবিধা

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪১

হজ যাত্রীদের জন্য বাড়তি সুবিধা হিসাবে চালু হল কল সেন্টার। এই একটি নম্বরে ০৯৬০২৬৬৬৭০৭ ফোন করলেই মিলবে সর্বশেষ সব তথ্য। বহুল প্রতীক্ষিত হজ কল সেন্টার চালু হওয়ায় দূর্ভোগ কমবে। রাজধানীর আশকোনা হজ অফিসে দিবারাত্রি এই তথ্য প্রযুক্তি চালু থাকবে। এতে একদিকে যেমন হাজীদের সার্বিক সুবিধাদি বাড়বে, তেমনি হজ এজেন্সিগুলোকে নির্ধারিত সময়ের মধ্যেই মোয়াল্লেম ফি জমা দিতে বাধ্য করা হবে। তুচ্ছ অজুহাতে বার বার সময় বাড়ানোর দাবিতে আন্দোলন করার সুযোগ থাকবে না। বিজনেস অটোমেশন নামক একটি বেসরকারী প্রতিষ্ঠান নিয়মিত এই কল সেন্টারের মাধ্যমে সেবা নিশ্চিত করবে। হজ যাত্রীরা হজ প্যাকেজসহ গুরুত্বপূর্ণ তথ্যাদি সম্পর্কে সঠিক সময়ে অবগত না হতে পারার সুযোগ নিয়ে থাকে মাঠ পর্যায়ের দালালরা। এ কল সেন্টারের মাধ্যমে এখন সব ধরনের তথ্যাদি জেনে যাবে দেশ-বিদেশে যে কোন স্থান থেকে। ইসলামিক ফাউন্ডেশন ও হাবসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে হজযাত্রীদের প্রাক-নিবন্ধন করার ব্যবস্থা নেয়া হয়েছে। এ কাজটি সহজ ও স্বাচ্ছন্দ্যে করার জন্যই কল সেন্টার চালু করা হয়েছে। হজযাত্রী নিবন্ধনের সময় তাদের তথ্য যাচাইয়ে নির্বাচন কমিশনের এনআইডির তথ্য ব্যবহার করা হবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.